সুন্দরবনে বাঘের সংখ্যা কত
Tweet
সুন্দরবনের হিরণ পয়েন্টের নীলকমল বনফাঁড়ি থেকে শুরু হয়েছে বাঘ শুমারি এবছরের ফেব্রুয়ারি মাসে। ক্যামেরায় ছবি তুলে, খালে বাঘের পায়ের ছাপ গুনে ও তার গতিবিধির অন্যান্য তথ্য-প্রমাণ ব্যাখ্যা করে ২০১৯ সালের জানুয়ারিতে জরিপের প্রতিবেদন প্রকাশ করা হবে।
এই বাঘ শুমারিতে বন বিভাগ ও ওয়াইল্ড টিমের মোট ৬০ জন কর্মি ও ৪৭৮ টি ক্যামেরার কাজ করেছে। খুলনা অঞ্চলের বনসংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী জানান, ক্যামেরায় ছবি তোলা ও খালে বাঘের পায়ের ছাপ গুনে গণনার কাজ পরিচালনার জন্য সুন্দরবনের মধ্যে ২৩৯টি পয়েন্টে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৪ সালে পাগ মার্ক বা পায়ের ছাপ গণনা পদ্ধতিতে করা শুমারিতে সুন্দরবনে ৪৪০টি বাঘ ছিল। আর ২০১৫ সালে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে করা শুমারি অনুযায়ী সুন্দবরনে বাঘ রয়েছে মাত্র ১০৬টি।
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা ৩টি ব্লকে ভাগ করে বাঘ গণনার পর এবারে সুন্দরবনের মামাখ্যাত রয়েল বেঙ্গল টাইগার কতটা পাওয়া যায় তা জানতে হলে অপেক্ষা করতে হবে নতুন বছরের জানুয়ারি পর্যন্ত।