কক্সবাজার সৈকতে শুরু হচ্ছে বীচ কাবাডি
Tweet
বাঙ্গালীর জাতীয় খেলা কাবাডির হারিয়ে যাওয়া এতিহ্য ফিরিয়ে আনতে পৃথিবীর বৃহতম সমুদ্র সৈকত কক্সবাজারকে বেছে নিয়েছে বাংলাদেশের কাবাডি ফেডারেশন। দেশের কাবাডির নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ভাসাভী ফ্যাশন্স লিঃ এর পৃষ্টপোষকতায় দিবা-রাত্রির ভাসাভী বীচ বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি শুরু হতে যাচ্ছে। এই খেলাটি আগামী ১৫ নভেম্বর বিকাল সাড়ে ৩.০০টায় সৈকত বালিয়াড়ির সুগন্ধা বীচ পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন ৪ দিনব্যাপী মেগা এ বীচ কাবাডির শুভ উদ্বোধন ঘোষণা করবেন আর এই খেলায় অংশগ্রহণ করবেন আটটি পুরুষ ও ছয়টি নারীদল। বীচ কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে: পুরুষ- বাংলাদেশ নৌ-বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ জেল, চট্টগ্রাম জেলা, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও মৌলভীবাজার জেলা। নারী দলগুলো হলো- বাংলাদেশ আনসার, নড়াইল জেলা, স্বাগতিক কক্সবাজার জেলা, বাংলাদেশ পুলিশ, বিজেএমসি ও জামালপুর জেলা। পুরুষ বিভাগের আটটি দল দুটি গ্র“পে এবং নারী দলের ছয়টি দল পৃথক দুটি গ্র“পে লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।
অন্যদিকে অনুষ্ঠানের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার বিকাল ৪টায় বাংলাদেশ নৌবাহিনী প্রতিপক্ষ চট্টগ্রাম জেলা দলের মুখোমুখি হবে। প্রথমবারের মতো অনুষ্ঠিত বীচ কাবাডির সকল খেলাগুলো চ্যানেল-নাইন থকে সরাসরি সম্প্রচার করা হবে। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ বীচ কাবাডির উভয় গ্র“পের রানার আপ ও চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলতে পারবে এবং সেমিফাইলে বিজয়ী দল ফাইনালে খেলতে পারবে। বীচ কাবাডির জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর । এদিকে এই টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন জানান, বাঙ্গালীর জাতীয় খেলা, প্রাণের খেলা কাবাডির ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলাদেশ কাবাডি ফেডারেশন কক্সবাজার সমুদ্র সৈকতে প্রথমবারের মতো দিবা-রাত্রির বীচ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামীতে কাবাডি ফেডারেশন কক্সবাজারের অপার সৌন্দর্য্য ও দেশীয় কাবাডির ঐতিহ্য একাকার করে বিশ্বময় ছড়িয়ে দিতে দেশীয় পর্যটনের রাজধানী কক্সবাজারে আন্তর্জাতিক বীচ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করতে ড্রেস রিহার্সেল হিসেবে ভাসাভী বীচ কাবাডির আয়োজন করেছে।