নির্বাচন উপলক্ষে বান্দরবানে বিদেশি পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা
Tweet
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপ্রীতিকর ঘটনারোধে ২০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বিদেশি পর্যটকদের বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দাউদুল ইসলাম নির্বাচন নিয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় এই তথ্য জানান।
এ সময়ে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, সিভিল সার্জন ডা: অংশৈ প্রু মারমা, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা। দাউদুল ইসলাম জানান, বিদেশি নাগরিকদের ভ্রমণের সময়ে প্রশাসনকে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে হয়। নির্বাচন চলাকালীন সময়ে এটি কঠিন হয়ে পড়বে। এছাড়াও অপ্রীতিকর ঘটনার সম্ভবনা রয়েছে। এইসব কারণে বিদেশি নাগরিকগণ ১৭ দিন বান্দরবান ভ্রমণ করতে পারবে না। তারা ৬ জানুয়ারির পর থেকে আগের নিয়মেই এলাকা ভ্রমণ করতে পারবেন।
নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, জেলার ৭টি উপজেলায় ১৭৬টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব ভোট কেন্দ্রে ১৭৬ জন প্রিজাইডিং অফিসার ছাড়াও ৬০৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১২১০ জন পোলিং অফিসার থাকবেন।
এছাড়া জেলার দূর্গম ১৪টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের নেয়ার জন্য নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হবে। এছাড়াও ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য বিজিবি, পুলিশ, আনসারের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।