কেনিয়া অ্যাটাক- ২১ জন নিহত
Tweet
কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি হোটেলে সন্ত্রাসী হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন বৃটিশ ও একজন মার্কিন নাগরিক রয়েছেন। নিহত ১১ জন কেনিয়ার নাগরিক। বাকি দু’জনকে সনাক্ত করা যায় নি। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ও অনলাইন বিবিসি।
গতকাল নাইরোবির বিলাসবহুল হোটেল দুসিটডি ২ হোটেলে এ হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার পর পরই এর দায় স্বীকার করেছে সোমালিয়াভিত্তিক জঙ্গি গ্রুপ আল শাবাব।
তারা ওই হোটেলে হামলা চালানোর সময় সেখানে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় আশপাশের এলাকায়। হোটেল থেকে অতিথিদের হাত উঁচু করে, মাথা নিচু করে প্রাণপণে ছুটে বেরুতে দেখা যায়। দীর্ঘ সময় নিরাপত্তা রক্ষীরা হোটেলটি ঘিরে রাখার পর মঙ্গলবার রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয় সরকার। কিন্তু তার পরও সেখানে গুলির শব্দ শোনা গেছে।
নাইরোবির স্থানীয় সময় বিকাল প্রায় তিনটার দিকে হামলা শুরু হয়। জঙ্গিরা হোটেল লবিতে প্রবেশের আগে গাড়ি পার্কিয়ের স্থানে রাখা গাড়িতে বেশ কিছু বোমা ছোড়ে। কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বোইনেট বলেছেন, হামলাকারীদের একজন আত্মঘাতী ছিল এ সময়। বোমার বিস্ফোরণে সে উড়ে গেছে।
পাশের একটি ভবনে কাজ করছিলেন একজন নারী। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, আমি সবেমাত্র গুলির শব্দ শুনতে পেয়েছি এমন সময় দেখি লোকজন হাত উঁচু করে দৌড়ে বেরুচ্ছে। কেউ কেউ তাদের জীবন বাঁচাতে একটি ব্যাংকের ভিতর প্রবেশ করছে। এর পর পরই সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। এক পর্যায়ে এক পুলিশ কর্মকর্তা বিবিসির সাংবাদিক ফার্দিনান্দ ওমোনদি বলেছেন, পরিস্থিতি ভাল নয়। মানুষ মারা যাচ্ছে।
গ্রিনিচ মান সময় রাত আটটায় স্বরাষ্ট্র বিষয়ক সেক্রেটারি ফ্রেড মাটিয়াঙ্গি বলেছেন, নিরাপত্তা রক্ষাকারীরা পুরো ভবনকে নিরাপদ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দেশ নিরাপদ আছে। সন্ত্রাস আমাদেরকে কখনো পরাজিত করতে পারবে না।
কিন্তু এর এক ঘন্টা পরেও ওই এলাকা থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছিল।