ট্রেনে ভ্রমণ সংক্রান্ত টিপস
Tweet
মোটামুটি ছুটিছাটা পেলেই হলো, ঘুরতে যাওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকেন। কিন্তু সমস্যা বাধে তখনই, যখন ভ্রমণের জন্য উপযোগী বাহন খুঁজে পেতেই আনন্দ মাটি হওয়ার উপক্রম হয়। কেননা অনেকেই বাসে করে ভ্রমণে অভ্যস্ত নন। আর দূরে ভ্রমণের ক্ষেত্রে তো সেটা আরো প্রবল আকার ধারণ করে। তাই অনেকে পছন্দের বাহন হিসেবে ট্রেনকেই বেছে নেন। ট্রেন ভ্রমণের ক্ষেত্রে কিছু কথা—
১. রেলের টিকেট অন্তত ৭ দিন আগে কাটার চেষ্টা করুন।
২. অনলাইনে ট্রেনের টিকেট কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে যদি আপনি ভাগ্যবান হোন। তাহলে একটি ডেবিট বা ক্রেডিট কাডের বিপরীতে চারটি মাত্র টিকেট নিতে পারবেন।
৩. ঢাকার রাস্তা আর ট্রেনের সময় সূচী কোনোটারই ভরসা নেই। তাই সময়মতো স্টেশনে উপস্থিত থাকুন।
৪. স্টেশনে প্রথম শ্রেনীর যাত্রীদের বিশ্রামাগার আছে। সেখানে অপেক্ষা করতে পারেন।
৫. অবশ্যই ঘর থেকে বের হওয়ার আগে জিপি ট্রেকার সার্ভিসের মাধ্যমে আপনার মোবাইল থেকে এসএমএস দিয়ে ট্রেনের অবস্থান জেনে নিতে পারেন।
৬. নিজের ব্যাগ বা মালপত্র রেখে দূরে কোথাও যাবেন না।
৭. ভালো কোম্পানীর বিএসটিআই সিলযুক্ত খাদ্য ব্যতিত কোনো আজে বাজে খাবার খাবেন না।
৮. পাশের যাত্রীর সাথে হালকা পরিচয় করে নেবেন। তবে বেশী গায়ে মাখতে চাইলে এড়িয়ে যাবেন।
৯. নিজেরা দলবেঁধে ভ্রমণ করলে হৈচৈ করে অন্যদের সমস্যা সৃষ্টি করবেন না।
১০. ট্রেন দাঁড়ানো অবস্থায় থাকলে ওয়াশরুম ব্যবহার করা থেকে বিরত থাকুন।
১১. জানালার বাইরে হাত গলিয়ে দিবেন না। শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখুন। ছবি তোলার জন্য ক্যামেরাসহ হাত বা মাথা বাইরে নিয়ে যাবেন না।
১২. অপরিচিত লোকের দেয়া কিছু খাবেন না।
১৩. সাথে নিজের এনআইডি কার্ড রাখুন। টিকেট যত্নসহকারে সংরক্ষণ করুন একেবারে বাড়ি ফিরে আসা পর্যন্ত।
১৪ সেলফে মালপত্র যদি রাখতে হয় সেদিকে খেয়াল রাখুন। পারলে ব্যাগের বেল্টকে বেঁধে রাখুন।
১৫. সাথে পানি বা হালকা খাবার রাখুন।
১৭. নিজের স্টেশন আসার ১০ মিনিট আগে থেকে তৈরী থাকুন।
১৮. স্টেশনে নেমে ২ মিনিট রেস্ট নিয়ে তারপর পথ চলুন।
১৯. একা ভ্রমণ করলে অপরিচিত কারো হাতে ব্যাগ দিবেন না।
২০. পথে খাবার দাবার ও রিকসা সিএনজি নিলে দরদাম করে নিন।
২১. ওঠা ও নামার সময় অন্য মহিলা যাত্রীদের প্রতি খেয়াল করুন। খেয়াল করুন বৃদ্ধ ও শিশুদের প্রতিও।
২২. মোবাইল ফোন, মানিব্যাগ এসব পেছনের পকেটে না রাখাই ভালো।
২৩. দূরে কোথাও ঘুরতে গেলে, বাসার সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। ভ্রমণের সব আপডেট তাদেরকে দিন। বিশেষ করে কোনো দূর্ঘটনার আশংকা থাকলে অবশ্যই তাদেরকে আপনার ভ্রমণের বিস্তারিত জানান। যেমন কোন ট্রেনে উঠেছেন, সেটা কখন ছেড়েছে আপনার বগি বা সিট নাম্বার কত ইত্যাদি। প্রয়োজনে একটা এসএমএস দিয়ে রাখতে পারেন।
২৪. যেখানে বা যার কাছে যাবেন তাকেও বলে রাখতে পারেন বিস্তারিত।
আরেকটি বিষয়, ট্রেনে যদি দেখেন কোনো বিদেশী ভ্রমণ করছে, তাহলে তার সুবিধা অসুবিধা খেয়াল করুন। যদি কোনো বিপদ হয় এগিয়ে এসে সাহায্য করুন। পরিচয় দিয়ে তার সাথে আলাপও সেরে নিতে পারেন। কারণ বিদেশী আমাদের মেহমান। তার ভালোমন্দ দেখার দায়িত্ব আমাদের। আমরা তার সাথে যে ধরনের আচরন করবো তিনি সেভাবেই তার দেশে গিয়ে আমাদের দেশকে তুলে ধরবেন।