আন্ডার চরে ক্যাম্পিং
Tweet
সোনার চরের কাছেই বঙ্গোপসাগরে জেঁগে ওঠা এক নির্জন দ্বীপ আন্ডার চর। পুটুয়াখালীর জেলা সদর থেকে ৮০-৯০ কি. মি. দক্ষিনে রাঙ্গাবালী থানার অন্তর্গত চর মোন্তাজ ইউনিয়নের একটি ছোট্ট দ্বীপ। আন্ডার চর দক্ষিন বাজারের পরে ছোট্ট একটি সামুদ্রিক চ্যানেল পাড়ি দিলেই মায়াবী সোনার চর। এখানেই সমুদ্রের পারে সবুজ মাঠে করতে পারেন ক্যাম্পিং, সাথে দেখে নিতে পারেন অপরূপ সোনার ব্যাক প্যাক ট্রাভেলারদের জন্য ক্যাম্পিং এর আদর্শ যায়গা।
কীভাবে যাবেন
ঢাকা টু গলাচিপা লঞ্চ ভাড়া ২৫০-৩০০ টাকা (ডেক), ৮০০-১০০০ টাকা (কেবিন) ছাড়ে বিকেল ৫.০০ টায়। গলাচিপা টু বদনাতলি ঘাট মটর সাইকেল ১০০ টাকা (২ জন) ১৫ মিনিট সময় লাগে যেতে। বদনাতলি টু চর মোন্তাজ ৮০ টাকা লঞ্চ সকাল ১০.০০ টায় ছাড়ে, পৌঁছে দুপুর ১.০০ টায়। চর মোন্তাজ টু আন্ডার চর ট্রলার ২৫ টাকা, ছাড়ে ২.০০ টায় সময় লাগে ৪৫ মিনিট, থামবে দক্ষিন বাজার ঘাটে। এখানেই বাজারের পাশে সবুজ মাঠে, সমুদ্রের পারে করতে পারবেন ক্যাম্প।
কোথায় থাকবেন
আন্ডার চরে থাকার জন্য কোন ব্যবস্থা নেই। ক্যাম্পিং করে থাকতে হবে আপনাকে।
কী খাবেন
এই বাজারে কোন খাবারের হোটেল নেই। ক্যাম্পিং করে থাকলে খাবারের ব্যবস্থা নিজেদের করে নিতে হবে। আর চাইলে স্থানীয়দের সাথে থাকা খাওয়ার ব্যবস্থা করে নিতে পারেন।