ঘুরে আসুন থার্ড টেরেস রিসোর্ট
Tweet
মিয়া বাড়ি সড়ক, গাজীপুরে অবস্থিত থার্ড টেরেস রিসোর্ট।ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আধঘন্টার পথ। তিন একর জায়গা জুড়ে প্রাখৃতিক সৌন্দর্যমন্ডিত রিসোর্টটিতে কটেজতো আছেই এছাড়া বাগান, পুকুরসহ গ্রামীন ছোঁয়া পাবেন। কম খরচ পরিবার নিয়ে অনায়াসে ঘুরে আসতে পারবেন। খাবার দাবারেরও সুব্যবস্থা আছে। চাইলে বাগানে বা পুকুড়পাড়ে বারবিকিউর আয়োজন করে দেয়া যাবে।
লেকের পাশে দারুন দোলনা, আর লেকে ঘুরার জন্য সুন্দর একটি বোট, পুরো রিসোর্ট জুড়ে সবুজ যেনো একটু বেশি ই। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি অন্য সব কিছু। লাগোয়া হ্যামক, সান্ধ্যকালিন আড্ডা দেয়ার জন্য দারুন শ্যাড কি নেই থার্ড টেরেস রিসোর্টে।
ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র ৩০ মিনিট দূরুত্বে এই রিসোর্ট। ৩ একর জমির উপর তৈরী এই রিসোর্ট এর প্রায় পুরোটাই নেচার। আছে উইন্ডসং এবং ওয়াইল্ডউড নামে দুটি কটেজ। মান ভেদে ৩০০০-৬০০০ টাকার মধ্যে ফুডসহ নাইট স্টে করা যাবে। তবে বুকিং এর পূর্বে ডিসকাউন্ট আছে কিনা জেনে বুকিং করতে পারেন।