ভ্রমণ থেকে ফিরে যা করবেন

Share on Facebook

ঘুরতে যাওয়ার আগে অনেক রকম প্রিপারেশন নিতে হয়। তবে আমরা অনেকেই খেয়াল করি না যে, ভ্রমণ থেকে ফেরত এসেও অনেক কাজ গুছিয়ে নেয়ার আছে। নয়তো অন্য কাজে বা অন্য ঝামেলা নতুন করে দেখা দিতে পারে। তাই আসুন আজ জেনে নেই ভ্রমণ থেকে ফেরত এসে যে কজগুলো অবশ্যই করে নিবেন।

 

 

-ভ্রমণ থেকে ফিরে ব্যাংক ও ডেবিট কার্ড স্টেটমেন্ট চেক করে নিতে পারেন। যা অনেকেই করেন না। এটি একজন স্মার্ট ট্রাভেলারের জন্য শোভনীয় নয়।

 

-যদি স্মার্ট ফোনে কোনো ট্রাভেল অ্যাপস বা ট্রাভেল প্যাকেজ চালু থাকে তা বন্ধ করে নিবেন।

 

-যদি ভ্রমণের সময় ই-মেইল চেক করতে না পেরে থাকেন। তবে এসেই সবাইকে প্রয়োজনীয় ই-মেইলের উত্তর পাঠান।

 

-শরীরের যত্ন নিন। কারণ শরীরের ওপর অনেক ধকল গেছে। সুতরাং শরীরকে সময় দিন।

 

-ভ্রমণে উঠানো ছবিগুলোকে ফিল্টার করে নিন। প্রয়োজনে ছবির পাশে নাম, লোকেশন ও তারিখ লিখে রাখুন। আর সংরক্ষণ করুন আপনার ফেসবুক ফোল্ডারে।

 

-ট্রাভেল ইন্সুরেন্স থাকার পরেও যদি কোনো সার্ভিস না পেয়ে থাকেন, ইন্সুরেন্স ক্লেইম করুন ভ্রমণ থেকে ফিরেই।

 

-বন্ধুদের সাথে ভ্রমণের কথা শেয়ার করুন। প্রয়োজনে কাউকে কৃতজ্ঞতার কথা জানান। যিনি হয়তো এ ভ্রমণে কোনো না কোনোভাবে সাহায্য করেছেন।

 

-ব্যবহার করা পোশাক ও অন্য সব কিছু গুছিয়ে রাখুন।

 

-ট্রাভেলের অনুষঙ্গ যা আছে যেমন ব্যাকপ্যাক, ওয়াটার জ্যাকেট, ট্র্যাকিং শ্যু এই ধরনের জিনিস যা পরবর্তী ভ্রমণ ছাড়া ব্যবহার হবে না, সেগুলো সঠিক যত্ন নিয়ে গুছিয়ে রাখুন।

 

-ভ্রমণে যা যা নিয়ে গিয়েছেন তা সব ঠিকভাবে ফেরত এসেছে কিনা চেক করুণ।

 

-সব শেষে পরবর্তী কোনো ভ্রমণের জন্য পরিকল্পনা করুন।

Leave a Reply