ঘুরে আসতে পারেন পানি জাদুঘর
Tweet
নদ-নদী ও পানিসম্পদ রক্ষায় নীতিনির্ধারকদের আরও উদ্যোগী করে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম পানি জাদুঘর। কলাপাড়া-কুয়াকাটা সড়কের পাখিমারা বাজারসংলগ্ন এলাকার এক দ্বিতল ভবনে এই জাদুঘর। পানি জাদুঘরে এ দেশের নদ-নদীগুলোর নাম-পরিচয়, হারিয়ে যাওয়া নদী ও বর্তমান নদীর ছবি, নদীর ভবিষ্যৎ সম্পর্কিত তথ্য জানা যাবে। এখানে রাখা হয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা, আন্ধারমানিকসহ ১০টি নদীর পানির নমুনা। পানি জাদুঘরের সামনেই আছে একটি নৌকা। এটি অর্ধেক বালুতে ডোবানো। নদী মরে যাওয়ার গল্পের প্রতীক এটি। এখন নদীপাড়ের মানুষের জীবনও শুকিয়ে যাচ্ছে। বালুতে আটকে যাওয়া এ নৌকার মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। নৌকার বুকে বিঁধে আছে দুটি গজাল, যা নদীমাতৃক এই দেশকে মেরে ফেলার চেষ্টার প্রতীক। জাদুঘরটি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। জাদুঘর পরিদর্শন বাবদ শিক্ষার্থীদের জনপ্রতি ১০ টাকা। স্থানীয় জেলার এবং বাংলাদেশি জনগণ জনপ্রতি ২০ টাকা। বিদেশি পর্যটকদের জনপ্রতি ১০০ টাকা।
কীভাবে যাবেন
ঢাকা থেকে লঞ্চ যোগে সরাসরি কলাপাড়ার পাশের উপজেলা আমতলীতে চলে আসতে হবে। আমতলী থেকে প্রতি ঘণ্টায় বাস কিংবা প্রতি মুহূর্তে চলাচলরত মোটরসাইকেলযোগে কলাপাড়ার পানি জাদুঘরে যেতে পারবেন। বিকল্প পথে ঢাকা থেকে লঞ্চযোগে বরিশাল এসে সেখান থেকে বাস কিংবা মাইক্রোবাসযোগে সরাসরি পানি জাদুঘরে যাওয়া যাবে।
কোথায় থাকবেন
কলাপাড়াতে থাকার জন্য বেশ কিছু ভালো হোটেল রয়েছে