ঘুরে আসুন কোকিলপেয়ারী জমিদার বাড়ি
Tweet
ঢাকা জেলার নবাবগঞ্জের কলাকোপা’র এই ঐতিহাসিক জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার ব্রজেন রায়,যার আরেক নাম ছিল সুদর্শন রায়। প্রায় ২০০ বছর পূর্বে কোকিলপেয়ারী’র এই জমিদার ব্রজেন রায় নির্মাণ করেন তার এই কারুকার্যময় জমিদার বাড়ি ‘ব্রজ নিকেতন’। চার একরের উপর জমিতে নির্মিত এই জমিদার বাড়িটি বাগান ঘেরা এক অপরূপ নির্মাণশৈলীতে নির্মিত হয়েছিল, যা আজো দর্শনার্থীদের মুগ্ধ করে। বর্তমানে এটি স্থানীয় শিক্ষক নিবাস হিসেবে ব্যবহৃত হচ্ছে।
কিভাবে যাবেন
গুলিস্থান থেকে বান্দুরা গামী বাসে চেপে কলাকোপা নামলে হাতের ডান পাশে পাশাপাশি বেশ কিছু জমিদার বাড়ি অবস্থিত,এদের মধ্যে কোকিলপেয়ারী জমিদার বাড়ি একটি উল্লেখ যোগ্য স্থাপনা। উল্লেখ্য এই জায়গার বর্তমানে আনসার একাডেমী বা ক্যাম্প নামে পরিচিত।
কোথায় থাকবেন
ঢাকার খুব কাছে হওয়ায় এখানে যেকেউ দিনে গিয়ে দিনে ফিরে আসতে পারবেন।