ঘুরে আসুন লেবুর চর

Share on Facebook

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত লেবুর চর। ১০০০ একর আয়তনের লেবুর চর স্থানীয়ভাবে নেম্বুর চর নামেও পরিচিত। এই চরে বিভিন্ন প্রজাতির গাছ আছে যেমনঃ কেওড়া, গেওয়া, গোরান, কড়ই, গোলপাতা ইত্যাদি। কুয়াকাটার পূর্ব প্রান্তে অবস্থিত হওয়ায় এই চরে কুয়াকাটা থেকে সহজেই যাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত এই চর পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। স্থানীয় লোকজনদের মতে এটি একসময় সুন্দরবনের একটি অংশ ছিল কিন্তু বর্তমানে এটি সুন্দরবন থেকে বিচ্ছিন্ন। অবশ্য চরের শেষমাথায় দাড়ালে দূরে সুন্দরবনের সবুজের সারি দেখা যায়।এছাড়া শেষ বিকেলবেলা বিস্তীর্ণ চরে দাঁড়িয়ে দূরে সমুদ্রের বুকে সূর্যাস্ত,একটা অপার্থিব সৌন্দর্য তৈরি করে।

Image result for লেবুর চর

কীভাবে যাবেন

ঢাকা থেকে লঞ্চে পটুয়াখালী। সদরঘাট থেকে সন্ধ্যায় লঞ্চ আছে।  পটুয়াখালী নেমে বাসে করে কুয়াকাটা। কুয়াকাটা নেমে হোটেল বুক করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বেন লেবুরচরের উদ্দেশ্যে, ব্যাটারি চালিত ভ্যান আছে।

 

কোথায় থাকবেন

কুয়াকাটায় ১ থেকে ৪ স্টার মানের হোটেল রয়েছে।

 

কী খাবেন

ওখানে গিয়ে লাঞ্চ করতে পারবেন। নানা রকম সামুদ্রিক মাছের সাথে ডাল ভাত একদম মুখে লেগে থাকবে। মজাদার কাকড়া ফ্রাই আর ডাব খেতে পাবেন।

Leave a Reply