পরিবেশবাদী আন্দোলন কর্মী উঠে গেলেন উড়োজাহাজের ছাদে!

Share on Facebook

জলবায়ু পরিবর্তনের
বিরুদ্ধে বিক্ষোভ করতে লন্ডন সিটি এয়ারপোর্টের সামনে অবস্থান নিয়েছে ‘এক্সটিঙ্কশন
রেবেলিয়ন’ নামের একটি সংগঠন। জলবায়ু
পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ করতেই ব্রিটিশএয়ারওয়েজের একটি উড়োজাহাজের উপরে চড়ে
বসেন পরিবেশবাদী আন্দোলন কর্মী জেমস ব্রাউন গত ১০ই অক্টোবর।

জেমস ব্রাউনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ-

শুরুতে ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুরা
বিনয়ের সঙ্গে অনুরোধ করলেও জেমস
ব্রাউন শোনেননি। ২০ মিনিট পরে পুলিশ এসে তাকে
বিমানের ওপর থেকে নামায়।  পরিবেশবাদী আন্দোলন কর্মী জেমস ব্রাউন একজন প্রাক্তন প্যারা-অলিম্পিয়ান
সাইক্লিস্ট। লন্ডন ২০১২ প্যারা-অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি।

লন্ডন সিটি এয়ারপোর্ট ইংল্যান্ডের লন্ডন শহরের পঞ্চম বৃহত্তম বিমানবন্দর। গত বৃহস্পতিবার (১০ই অক্টোবর) থেকে শনিবার (১২ই অক্টোবর)
পর্যন্ত এই এয়ারপোর্টের কার্যক্রম বন্ধ করে দিতে
বিক্ষোভ করেছে ‘এক্সটিঙ্কশন রেবেলিয়ন’। সংগঠনটির শত শত কর্মী বৃহস্পতিবার মূল ফটক অবরুদ্ধ করে রাখেন। এছাড়া জলবায়ু
পরিবর্তন বিষয়ক লেকচার দেওয়ার কারণে উড্ডয়নের আগে আয়ারল্যান্ডের পতাকাবাহী এয়ার
লিঙ্গুসের একটি ফ্লাইটের দুই ঘণ্টা দেরি হয়েছে।

বিক্ষোভরত পরিবেশবাদী সংগঠন ‘এক্সটিঙ্কশন রেবেলিয়ন’

ডাবলিনের উদ্দেশে
উড়োজাহাজটি শেষমেষ স্থানীয় সময় সকাল ১১টায় উড্ডয়ন করতে পেরেছে। এতে ছিলেন বিবিসির
সাংবাদিক নিকোলাস ওয়াট। টুইটারে তিনি লিখেছেন, ‘রানওয়ের শেষ প্রান্তে ছিল উড়োজাহাজটি।
কিন্তু পরিবেশ আন্দোলনের কর্মীর অদ্ভুত প্রতিবাদের কারণে পাইলট ট্যাক্সি ওয়েতে
ফিরে আসতে বাধ্য হন।’

‘এক্সটিঙ্কশন
রেবেলিয়ন’ সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা গেইল ব্র্যাডব্রক একে সাফল্য হিসেবে চিহ্নিত
করে বলেন, ‘আমি মনে করি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিক্ষোভের দ্বারা আমরা
ব্রিটিশ জনগণকে জানাতে সক্ষম হচ্ছি যে কতটা বিপদে আমরা রয়েছি।’

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার প্রচেষ্টায় জনগণকে সচেতন করবার লক্ষ্যে লেখা একটি প্ল্যাকার্ড-

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় গত একসপ্তাহ ধরে লন্ডনসহ যুক্তরাজ্য জুড়ে আন্দোলন চলছে। ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ার ও অন্যান্য ল্যান্ডমার্কের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ‘এক্সটিঙ্কশন রেবেলিয়ন’ সংগঠনের কর্মীরা। সারাদেশে ১৩শতাধিক আন্দোলনকর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ। অন্যদিকে গ্রেফতার করা অফিসারকে ফুল দিচ্ছে আন্দোলনকারীরা।

Leave a Reply