৭৫ বছর পর পাওয়া গেলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা
Tweet
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে আজ প্রায় ৭৫ বছর হতে চললো। অথচ এখনো
যুদ্ধের ধ্বংসাবশেষ ও মারণাস্ত্র খুঁজে পাওয়া যাচ্ছে ইউরোপের বিভিন্ন স্থানে। তারই
ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্যবহৃত একটি ভয়ংকর বোমা খুঁজে পাওয়া
গিয়েছিলো গত ১৬ই অক্টোবর (বুধবার) জার্মানির ব্যস্ত এয়ারপোর্ট হ্যামবার্গ
স্কিনেলসনে। বোমাটি খুঁজে পাওয়ার পর এয়ারপোর্ট কর্তৃপক্ষ এয়ারপোর্টের সমস্ত
ফ্লাইটের চলাচল সাময়িকভাবে বন্ধ করে বোমা বিশেষজ্ঞ নিষ্ক্রিয়কারী দলের সাহায্যে
বোমাটি নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। পুনরায় এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম চালু করা
হয় প্রায় ৩ ঘন্টা পর।
সাময়িক সময়ের এই বিঘ্ন
হওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে হ্যামবার্গ এয়ারপোর্ট
কর্তৃপক্ষ। যদিও তারা বোমাটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। শুধু জানা গেছে ১,০০০
পাউন্ডের (৪৫০কিলোগ্রাম) এয়ারপোর্টের কর্মচারীরা বোমাটি খুঁজে পায়।
বোমাটি খুঁজে পাওয়ার মাত্র কিছুক্ষণ পরেই
সন্ধ্যা ৭টা ৫৫মিনিটে হ্যামবার্গ এয়ারপোর্ট থেকে টেক-অফ করতে প্রস্তুত হওয়া
বিমানকেও ফিরিয়ে আনা হয় টারমাকে। বিমানে থাকা এক যাত্রী জানিয়েছে, টেক-অফ করবার কিছুক্ষণ
পূর্বেই ফ্লাইটটি বাতিল করে দেয়া হয় নিরাপত্তার খাতিরে। এছাড়াও এয়ারপোর্টে থাকা
সমস্ত বিমান, যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তায় সবরকমের ব্যবস্থা গ্রহণ করে
এয়ারপোর্টটি।
হ্যামবার্গ স্কিনেলসন জার্মানির সবচাইতে ব্যস্ত এয়ারপোর্টের তালিকায় থাকা ৫ম
ব্যস্ত এয়ারপোর্ট। গত ২০১৮ সালে ১৭,২৩১,৬৮৭জন যাত্রী ও ১৫৬,৩৮৮টি বিমান চলাচল করে
এই এয়ারপোর্টে।
এর আগে এই বছরেরই মে
মাসে, হ্যামবার্গ শহরে খুঁজে পাওয়া গিয়েছিলো
১,০০০ পাউন্ড ওজনের একটি আমেরিকান বোমা। এটিও দ্বিতীয় বিশ্বযুদ্ধেরই একটি চিহ্ন ছিল।