থাইল্যান্ডের ভিসা কঠিন হচ্ছে তাইওয়ানিজদের জন্য
Tweet
থাইল্যান্ডের স্থানীয় সংবাদসংস্থা ব্যাংকক পোস্টের মাধ্যমে জানা গেছে যে থাইল্যান্ডের ভিসা পেতে হলে তাইওয়ানেরয় নাগরিকদেরকে প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি নিজের আর্থিক অবস্থার বিবরণও দেখাতে হবে কর্তৃপক্ষকে। চলতি ডিসেম্বর মাস থেকেই চালু করা হচ্ছে এই নিয়ম।
তাইপেই টাইমস জানিয়েছে, গত
১২ নভেম্বরে তাইপেইতে অবস্থিত থাইল্যান্ড ট্রেড ও ইকোনমিক অফিস ঘোষনা দিয়েছিলো
তারা খুব শীঘ্রই ভিসা আবেদনের জন্য ই-ভিসা ও ই-পেমেন্ট ব্যবস্থা চালু করবে। এছাড়াও
থাইল্যান্ডের অনলাইন ভিসা ও পাসপোর্ট জমা দেবার জন্যও অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে চীনের
পাসপোর্টধারীদের। কর্তৃপক্ষ জানিয়েছে, বিনা অনলাইন অ্যাপয়েন্টমেন্টে ভিসা জমা
নেয়ার প্রথা বন্ধ করছে তারা।
অন্যদিকে, চলতি বছরের ১ আগষ্ট
থাই নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা আরও ১ বছর বৃদ্ধি করেছিলো তাইওয়ান।
থাই নাগরিকরা এই সুবিধা ভোগ করবেন ২০২০ সালের ৩১ জুলাই পর্যন্ত।
তাইওয়ানিজ ট্র্যাভেল
অপারেটররা সংবাদমাধ্যমকে জানিয়েছে, থাই ভিসা পাওয়ার জন্য তিন মাসের ব্যাংক
স্টেটমেন্টও জমা দিতে হবে তাওয়ানিজদের এই ডিসেম্বর মাসে থেকেই।
তাইপেই ভিত্তিক কোলা ট্যুর জানিয়েছে যে এই ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে শুধু একা ভ্রমণকারীর জন্য। আর গ্রুপ ট্যুরের ক্ষেত্রে তাদের কর্মক্ষেত্র কিংবা ট্রাভেল অপারেটর থেকে গ্যারান্টি সহকারে দেয়া চিঠিই যথেষ্ট হবে।
ট্যুরিজম ব্যুরোর তথ্য
অনুযায়ী, এই বছরের প্রথম দশ মাসে থাইল্যান্ড ভ্রমণ করেছে ৭ লাখেরও বেশি তাইওয়ানিজ।
যা গত বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি।