নতুন দুই ড্রিমলাইনার যুক্ত হচ্ছে বিমান বাংলাদেশের বহরে
Tweet
‘সোনার তরী’
ও ‘অচিন পাখি’ নামের দু’টি
ড্রিমলাইনারের একটি যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে বাংলাদেশের পথে রওনা দেবে ১৯
ডিসেম্বর। এবং দ্বিতীয়টি সেখান থেকে উড়াল দেবে ২১ ডিসেম্বর।
বিমান সংশ্লিষ্ট
সূত্রে জানা গেছে, প্রতিটি ৭৮৭-৯ ড্রিমলাইনার বর্তমান বাজারমূল্যের অর্ধেক দামে, অর্থাৎ ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের কমে কেনা হয়েছে। ‘সোনার
তরী’ ও ‘অচিন পাখি’ নাম দু’টি পছন্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে বোয়িং থেকে বিমান দু’টি আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি বাংলাদেশ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ৪৫জন প্রতিনিধির দু’টি দল ১৬ ও ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছে।
বিমানবহরে বর্তমানে
উড়োজাহাজ রয়েছে ১৬টি। এগুলোর মধ্যে নিজস্ব উড়োজাহাজ ১০টি। বাকি ছয়টি লিজে আনা।
নিজস্ব ১০টি উড়োজাহাজের সবই বোয়িং কোম্পানি থেকে কেনা। এর মধ্যে রয়েছে চারটি
ড্রিমলাইনার ৭৮৭-৮, চারটি ৭৭৭-৩০০ ইআর ও দু’টি ৭৩৭-৮০০।
নতুন দু’টি ৭৮৭-৯ উড়োজাহাজ নিয়ে
বিমানের উড়োজাহাজ হবে ১৮টি। এছাড়াও, আগামী বছর কানাডা থেকে
কেনা তিনটি ড্যাশ-৮ দেশে আসছে।