বিমানের নতুন দুই ড্রিমলাইনার উদ্বোধন হলো আজ

Share on Facebook

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ
এয়ারলাইন্সের
নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ও ‘সোনার তরী’ উদ্বোধন
করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের
তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধনও
করেছেন তিনি। সাড়ে
১১টার দিকে তিনি বিমানের একটি নতুন
মোবাইল অ্যাপেরও উদ্বোধন করেন।

ইংল্যান্ডের রাজধানী
লন্ডনের হিথ্রো ও ম্যানচেস্টার বিমানবন্দরে চলাচল করবে নতুন এ দু’টি বিমান। এর আগে
বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী
কর্মকর্তা (সিইও) মো. মোকাব্বির হোসেন জানান,
আগামী ৫ জানুয়ারি থেকে ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু
হবে। বিমান দু’টি দিয়ে ম্যানচেস্টারের পাশাপাশি লন্ডনের হিথ্রো রুটে ফ্লাইট
পরিচালনা করা হবে। ইতিমধ্যে ম্যানচেস্টার রুটের উদ্বোধনী ফ্লাইটের প্রায় সব টিকিট
বিক্রি হয়ে গেছে। এছাড়া লন্ডনে আগে থেকেই আমাদের ফ্লাইট নিয়মিত যাওয়া-আসা করছে।
ইংল্যান্ডের উত্তর-পশ্চিম শহর ম্যানচেস্টারে বসবাসকারী বিপুল সংখ্যক বাংলাদেশির
কথা চিন্তা করে ও চাহিদার কথা মাথায় রেখে এই রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া
হয়েছে।

অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার
উড়োজাহাজে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি
শ্রেণি ২১টি ও ইকোনমি শ্রেণি ২৪৭টিসহ মোট ২৯৮টি আসন রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘সোনার তরী’ এবং গত ২৪ ডিসেম্বর রাত ৮টা ২০ মিনিটে অবতরণ করে ‘অচিন পাখি’। বিমান দু’টিকে ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ দু’টি বিমান যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানের বহরে বিমান সংখ্যা দাঁড়ালো ১৮টি।

Leave a Reply