ভ্রমণের জণ্য এশিয়ার মোহনীয় স্থান

Share on Facebook

বিশ্বের সবচাইতে বড় ও জনবহুল
মহাদেশ এশিয়া। সবচাইতে বেশি বৈচিত্র্যময় জীবনযাত্রা রয়েছে এই মহাদেশেই। বিভিন্নরকমের
ধর্ম, হরেকরকমের বৈচিত্র্যময় মানব জীবন, হরেক রঙের সামাজিক বৈশিষ্ট্য আর ভৌগলিক
অবস্থানে বিভিন্নতাতো আছেই। এছাড়াও আছে দূর্দান্ত বণ্যজীবন, যেমন- এশিয়ান বাঘ, হাতি,
কমোডো ড্রাগন ইত্যাদি। আর প্রযুক্তির এই সময়ে এসে, ভ্রমণ হয়ে উঠেছে সহজ। তাই ভ্রমণের
জন্য এশিয়ার সবচাইতে মোহনীয় ৪টি স্থান নিয়ে থাকছে আজকের আর্টিকেল-

টোকিও

টোকিও, জাপান
জাপান ভালোবাসে না এমন কেউ কি আছে কোথাও? মুগ্ধতার দেশ জাপান আর অমায়িক জাপানিদের
আচরণের জন্য জাপানের তুলনা যে বিশ্বের আর নেই কোথাও! পরিচ্ছন্ন দেশ আর জাপানিদের
ভদ্রতার সুনাম জগতখ্যাত!
সুশি আর এনিমি কার্টুনের জন্মস্থান হিসেবেও সুপরিচিত জাপান। ভিন্ন ধাঁচের এই দেশটিতে
বিপুল সংখ্যক পর্যটক ভ্রমণ করে প্রতি বছর। যত্ত খুশী তত এনিমি দেখবার মজার
পাশাপাশি টোকিওতে ঘুরতে গেলে গেলে জাপানের ঐতিহ্যবাহী পোষাক কিমোনোর দেখাও মেলে পথে-ঘাটে।
চেরি ফুলে ছাওয়া পার্কগুলোও দারুন জায়গা ঘুরবার জন্য। আর মাছপ্রেমী হলে বিশ্বের
সবচাইতে বড় ও ব্যস্ত মাছের বাজার সুসুকি ফিশ মার্কেটও আছে দেখবার জন্য।

বালি

বালি, ইন্দোনেশিয়া
প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ একটি জায়গা হলো ইন্দোনেশিয়ার বালি শহর। প্রাকৃতিক সৌন্দর্য্য
দেখতে পাওয়া যায় মনোরম এই শহরে। সবুজ এই শহরটি সুপরিচিত তার আগ্নেয়গিরি, সৈকত,
প্রবাল-প্রাচীর ও শস্যের জন্য। এছাড়াও বালিতে আছে অসংখ্য প্রাসাদ ও মন্দির। বালির
সবচাইতে বিখ্যাত ধর্মীয় স্থানের একটা হচ্ছে উলুওয়াতু মন্দির। অপরূপ এই দ্বীপের
অনেক জায়গাতেই আছে যোগব্যায়াম ও ধ্যানের সুবিধা। আর সাগরপ্রেমীদের জন্য রয়েছে
ডলফিনের সৈকত। আছে ডলফিনেদের সাথে সাঁতার কাটবার দূর্লোভ সুযোগ।

উদয়পুর

উদয়পুর, ভারত
শত কোটিরও বেশি মানুষের বসবাসের স্থান ভারত। সুন্দর এই দেশটি বিখ্যাত তাদের
বিভিন্ন বৈচিত্র্যময় ইতিহাস ও ঐতিহ্যের জন্য। তাজমহল, মন্দির ও মাজার, খাবার, হোলির
মতো রঙিন উৎসব, বলিউড, ইত্যাদির জন্য ভারতের খ্যাতি বিশ্বজোড়া।
অনেক সুন্দর শহরের মাঝে, ‘লেকের শহর’ উদয়পুরের সৌন্দর্য্যের জনপ্রিয়তা সবচাইতে
বেশি তার জালের মতো ছড়িয়ে থাকা লেকের জন্য। শহরের আঁনাচে-কানাচে ছড়িয়ে আছে
ঐতিহ্যবাহী স্থানীয় ইতিহাস। এছাড়াও, রাজপুত যুগের অসংখ্য রঙিন প্রাসাদ আছে এখানে দেখার
মতো।

আবুধাবি

আবুধাবি, আরব আমিরাত
দুঃসাহসিক পর্যটকদের ভ্রমণের জন্য আবুধাবি উপযুক্ত সবচাইতে বেশি। আবুধাবীর অসম্ভব
সুন্দর শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের সৌন্দর্য্যের সুনাম সর্বত্র। বিশ্বের সবচাইতে
উঁচু স্ক্র্যাপারগুলোকে দেখতে পাওয়া যায় এখানেই। আবুধাবির পথেঘাটে হাঁটার সময়ে অহরহ
দেখা মেলে রোলস রয়েস, ল্যম্বোরগিনি ও ম্যাসেরতির মতো দামী দামী গাড়ির। এখানে ইয়াস
দ্বীপের মতো অনেক জায়গাই আছে ঘুরে বেড়াবার মতো। আছে ফেরারী ওয়ার্ল্ড আর বিখ্যাত সব
থিম পার্কও।

Leave a Reply