মালয়েশিয়ায় থাকছে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা চীন ও ভারতীয় পর্যটকদের জন্য

Share on Facebook

সামনের ২০২০ সালে থেকে মালয়েশিয়ায় ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাচ্ছে চীন ও ভারতীয় পর্যটকরা। তবে সর্বোচ্চ ১৫ দিনের ভ্রমণের জন্যই থাকছে ভিসামুক্ত এই সুবিধা।

ভিসামুক্ত এই সুবিধা ভোগ
করবার জন্য চীন ও ভারতীয় পর্যটকদেরকে করতে হবে একটি নিবন্ধন। এই নিবন্ধন করবার
সময়সীমা ২০২০ সাল পর্যন্তই রাখা হয়েছে। নিজ নিজ দেশের ট্রাভেল এজেন্সির মাধ্যমে
কিংবা স্বতন্ত্রভাবে ইলেক্ট্রনিক ট্রাভেল নিবন্ধকরণের মাধ্যমে করা যাবে এই
নিবন্ধনটি।

এছাড়াও, মালয়েশিয়ায় প্রবেশের পর তাদেরকে অবশ্যই নিজের ব্যয়, ক্রেডিট কার্ড বা ব্যাংক কার্ডের জন্য পর্যাপ্ত পরিমাণের নগদের প্রমাণাদি হবে এবং মালয়েশিয়ায় তাদের ভ্রমণের গন্তব্যগুলো সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। একই সাথে বৈধ রিটার্নের টিকিটও থাকতে হবে।

মালয়েশিয়ান সরকারের এক বিবৃতি অনুসারে, এই পর্যটকরা নিবন্ধনের তিন মাস পরে যেতে পারবেন মালয়েশিয়ায়।

এছাড়াও, ১৫ দিনের ভ্রমণের সময়কাল বাড়ানো যাবে না এবং এই পর্যটকরা ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে অন্য কোনও পাসের জন্য আবেদন করতে পারবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যাদি অনুশীলন করা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ স্বাক্ষর করেন এই বিবৃতিতে।

জানা গেছে, ২০২০ সালে ৩০ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটককে আকর্ষিত করবার লক্ষ্য নিয়েছে মালয়েশিয়া।

Leave a Reply