বরফে ঢেকে গেছে শিমলা ও মানালি, ভ্রমণে মানা করেছে কর্তৃপক্ষ
Tweet
পূর্বের সব রেকর্ড ভাঙা
এই শীতের মৌসুমে বরফে ঢেকে গেছে ভারতের হিমাচল প্রদেশ, বন্ধ হয়ে গেছে রাজ্যটির
বেশিরভাগ রাস্তা। এ অবস্থায় এই মুহূর্তে পর্যটকদের শিমলা ও মানালি ভ্রমণ করতে
নিষেধ করেছে রাজ্য পুলিশ।
সংবাদসংস্থা পিটিআই
জানিয়েছে, তুষারপাতের
কবলে পড়েছে হিমাচলের এ দুটি শৈল শহর। বন্ধ হয়ে গেছে রাজ্যটির ৫৮২টি রাস্তা।
মঙ্গলবার শিমলার নারকান্দায় তুষারপাতে আটকে থাকা এক পর্যটক পরিবারকে উদ্ধার করেছে
পুলিশ। উক্ত পরিবারসহ বিভিন্ন স্থান থেকে ৪৩জনকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তার
মধ্য থেকে ২৪জনই দিল্লীর বাসিন্দা, যারা ঘুরতে গিয়েছিলেন সেখানে।
সম্প্রতি তুষারপাত
সংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও ফেসবুকে আপলোড করে পুলিশ। সেখানে রাস্তাঘাটে বরফের
পুরু চাদর দেখা যায়। তার ওপর পড়ে আছে গাছ। রাস্তাঘাটও পিচ্ছিল হয়ে গেছে। ফলে বিকেল
৫টার মধ্যে পর্যটকদের হোটেলে ফিরতে অনুরোধ করে পুলিশ।
বিভিন্ন ছবিতে দেখা
যায়, রাস্তাঘাট,
ঘরবাড়ির পাশাপাশি দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতেও বরফের পুরু চাদর পড়েছে।
তাছাড়া, ভারী তুষারপাতের ফলে গণপরিবহনগুলোও বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকরা আঁটকা পড়েন
বিভিন্ন ঠিকানায়।
একই অবস্থা মানালিরও।
পুলিশের তৈরি করা বিশেষ ব্যূহের বাইরে যেতে দেয়া হচ্ছে না পর্যটকবোঝাই গাড়িগুলোকে।
ফলে মানালি থেকে বের হতে না পেরে কুল্লু ও আশেপাশের হোটেল ও গেস্টহাউজগুলোতে
অবস্থান নিয়েছে পর্যটকরা। তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মানালি আসতে বারণ
করা হচ্ছে পর্যটকদের।
গত ৪ দিনের ভারী
তুষারপাতে বিপর্যস্ত শিমলা, ডালহৌসি ও মানালি। কল্পা, লাহুল আর স্পিটির
অবস্থাও একই। চলতি শীতে উত্তর ভারতে চলমান শৈত্যপ্রবাহ তৈরি করেছে নতুন রেকর্ড।