বিশ্বমানের সেবা নিশ্চিত করাই বিমানের লক্ষ্য
Tweet
রাষ্ট্রীয় পতাকাবাহী
বিমান সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবা বিশ্বমানে উন্নীত করাই এখন মূল
লক্ষ্য। তাই এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আন্তরিকভাবে কাজ করতে
কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও
প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন। শনিবার (৪ জানুয়ারি) বিমানের ৪৮ তম
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাজধানীর কুর্মিটোলায়
বিমানের প্রধান কার্যালয় বলাকায় কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে এ দিনটি পালন
করা হয়। সকাল ১১টায় জাতীয় পতাকা ও সংস্থার নিজস্ব পতাকা তুলে অনুষ্ঠানের সূচনা হয়।
এ সময় জাতীয় সবার কণ্ঠে ছিল জাতীয় সঙ্গীত। এরপর বিমানের সাফল্য কামনা করে মোনাজাত
করা হয়। পরে প্রধান কার্যালয়ের লবিতে কেক কাটা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনের
অন্যতম অনুসঙ্গ ছিল সবার জন্য রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা।
আলোচনায় বিমানের এমডি
ও সিইও মোকাব্বির বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধুর দেয়া উপহার একটি উড়োজাহাজ দিয়ে ওই বছরের ৪ জানুয়ারি
বিমানের যাত্রা শুরু হয়। আজ বিমানের বহর অনেক বড় হয়েছে। অত্যাধুনিক ড্রিমলাইনারও
আজ অর্ন্তভুক্ত হয়েছে বিমানে। এখন আমরা নতুন নতুন রুট নিয়ে ভাবছি। কিন্তু এ
ক্ষেত্রে সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিমানের সেবা বিশ্ব মানে উন্নীত করা। বিমান
যেন যাত্রীদের পছন্দের শীর্ষে আসতে পারে, যেন আমরা বিমানকে
ওয়ার্ল্ড ক্লাশ এয়ারলাইন্সে নিয়ে যেতে পারি সেভাবে সবাইকে কাজ করতে হবে। এ জন্য
সবার নিষ্ঠা, আন্তরিকতা ও সেবাধর্মী মনোভাব প্রয়োজন বলে
উল্লেখ করেন তিনি।