বিশ্ব পর্যটন আক্রান্ত করোনাভাইরাসে
Tweet
নতুন করোনাভাইরাস ছড়িয়ে
পড়েছে চীনে এবং এর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। শেয়ারবাজার, বাণিজ্য,
শিক্ষাব্যবস্থা, করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। তবে ভয়াবহ এই ভাইরাসের
দ্বারা এখন পর্যন্ত সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে বিশ্ব পর্যটন শিল্প।
সম্প্রতি চীনে ছড়িয়ে পড়া
নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে ১২০ জনেরও বেশি। এবং এই রোগে সংক্রামিত
হয়েছেন ৩ হাজারেরও বেশি। মূলত চীনেই সবচেয়ে বেশি ছড়িয়ে পড়লেও করোনাভাইরাসে আক্রান্ত
রোগী খুঁজে পাওয়া যাচ্ছে বিশ্বের অপর প্রান্তেও। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা,
অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এবং নেপালেও করোনাভাইরাসে আক্রান্ত রোগী
পাওয়া গেছে।
বিশ্ব পর্যটনের জন্য
এশীয় দেশ চীন কতটা গুরুত্বপূর্ন তা বিবেচনায় নিয়ে এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাবের
এই সময়ে, চীনা নববর্ষ পালন নিয়ে সর্তকতা গ্রহণ করেছে দেশটির সরকার। নাগরিকদেরকে
আতঙ্কমুক্ত করবার প্রয়াশ চালাচ্ছে তারা সর্বত্র। সাবধানতা সত্ত্বেও পর্যটন খাতে
বিপর্যয় শুরু হয়েই গেছে। পর্যটক কমে যাওয়া এবং মার্কেটগুলোতে ব্যবসা কমে যাওয়ার
প্রক্রিয়া আরম্ভ হয়েই গেছে ইতিমধ্যেই।
ভাইরাসের ফলে সবচাইতে
বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে বিমানসংস্থাগুলো। যদিও ইউরোপে এই শিল্পটি যথেষ্ট লোকসানের
সম্মুখীন হয়নি এখনও। বিক্রয় কেবলমাত্র কমেছে ০.৪২ শতাংশ। তবে বড় এয়ারলাইন্সগুলো
সম্মুখীন হয়েছে বড় ধরনের লোকসানের। লুফথানসায় বিক্রয় কমেছে ৩.৩৮, এয়ার ফ্রান্সে
কমেছে ২.৬১ এবং আইএজি ২.৯৫ শতাংশ।
এছাড়াও, ভীড় কমে গেছে বিভিন্ন হোটেল ও বড় রিসোর্টগুলোতে। তাই বলাই যায় যে ভাইরাসটি কেবল জনমানুষের মাঝেই নয়, ছড়িয়ে পড়েছে পর্যটনের মাঝেও।