ইভটিজিংয়ের অভিযোগে এক পর্যটককে শাস্তি
Tweet
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কুয়াকাটা সৈকতের ট্যুরিস্ট বক্সের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে বিষয়টি বিচার করে এ অর্থদণ্ড দেন। এসময় তিনি বলেন কোন পর্যটন স্পটেই এ ধরনের গর্হিত কাজ হওয়া কাম্য নয়। এটি যেমন খারাপ কাজ, তেমনি দেশি-বিদেশি পর্যটক কে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়।
সাগরকন্যা কুয়াকাটায় সপ্তাহে দুই দিন শুক্রবার এবং শনিবার সরকারি ছুটি থাকায় দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের উপচে পড়া ভীড় ছিল। ঘটনার দিন তার ব্যতিক্রম হয়নি। এসময় এক নারী পর্যটককে অশালীন উক্তিসহ উত্যক্ত করেন খুলনা থেকে আসা অন্য একটি পর্যটক দলের একজন সদস্য। তার নাম মো. ইজাজ শেখ। পরে তাকে অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেয়া হয়।
এলাকাবাসির অভিযোগ সৈকতে এধরনের ঘটনা অহরহ ঘটে। তবে এবার হাতেনাতে ধরা পড়ায় শাস্তি গুনতে হয়েছে অপরাধীকে।
তাই স্থানীয়দের দাবি স্থানীভাবে পর্যটন কেন্দ্রের স্পট গুলোতে নির্দিষ্ট সময়ের জন্য টিম তৈরি করা। যাতে করে আর যেন এধরনের ঘটনা না ঘটে।