বিমানে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর

Share on Facebook

ভ্রমণের পথে যাত্রা বিরতি নেয়া হল মিলবে ফ্রি ভিসা। যারা ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য এটি সুখবর বটে। ইউরোপ, আমেরিকা বা আফ্রিকা ভ্রমণ পথে দুবাইয়ে ৯৬ ঘণ্টার জন্য যাত্রা বিরতি করলে দুবাইয়ের ফ্রি ভিসা এবং দুই রাতের জন্য ফ্রি হোটেল সুবিধা দেবে বেসরকারি বিমান সংস্থা এমিরেটস। এই সুবিধা পেতে ১১ থেকে ২৪ ফেব্র“য়ারির মধ্যে ফ্লাইট বুকিং দিয়েছেন শুধু তাদের জন্যই এ সুবিধা। আর ভ্রমণ করেতে হবে ২০ ফেব্র“য়ারি থেকে ৩১ মার্চের মধ্যে।

এছাড়া এয়ারলাইন্সের পক্ষ থেকে বিশেষ ভাড়াও অফার করা হয়েছে। ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে সর্বনিম্ন সব ট্যাক্সসহ রিটার্ন ভাড়া ৯২৭ মার্কিন ডলার। জানা যায়, ইকোনমি শ্রেণির যাত্রীরা দুবাইয়ের রোভ বা সমমানের কোনো হোটেলে বিনা মূল্যে দুটি রাত যাপনের সুবিধা পাবেন। প্রথম ও বিজনেস শ্রেণি বা মিক্সড শ্রেণির যাত্রীরা অ্যাড্রেস স্কাই ভিউ, অ্যাড্রেস ফাউন্টেন ভিউ বা সমমানের কোনো হোটেলে একই রকম সুবিধা পাবেন। এছাড়া আগের মতোই প্রথম ও বিজনেস শ্রেণির যাত্রীরা চালকসহ প্রাইভেট গাড়িতে বিমানবন্দর ট্রান্সফারের সুবিধা পাবেন।

Leave a Reply