৬শ’ বছরের প্রাচীন সর্দারবাড়ি টানছে পর্যটক
Tweet
দর্শনার্থীদের পদচারণায় মুখর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প মেলা। মেলায় দেশি-বিদেশি পর্যটকদের কৌতুহল ৬শ’ বছরের প্রাচীন বড় সর্দারবাড়িকে ঘিরে। কর্তৃপক্ষ বলছে, নতুন করে ভবনটি সংস্কার হওয়ায় এটিকে আবারো জাদুঘরে রূপান্তর করা হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের প্রবেশমুখেই চোখে পড়ে মুঘল আমলে নির্মিত ঐতিহাসিক বড় সর্দার বাড়ি। ১৯৮১ সালে এই বাড়িতে স্থানান্তর করা হয় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর। তবে অবকাঠামো ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০১২ সালে এটি বন্ধ করে দেয়া হয়।
অচিরেই বড় সর্দারবাড়িটি পুনরায় যাদুঘরে রূপান্তরিত করা হবে বলে জানালেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. রবিউল ইসলাম।
তিনি বলেন, ‘এই ফাউন্ডেশনে দর্শণার্থী আগমনের হার বেড়ে গেছে। আগে যেমন প্রদশর্নীগুলো ভবনে সাজানো ছিলো তেমন আবার করবো।’
প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকে। মাসব্যাপী এ মেলা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।