কোয়ারেন্টিনে না থাকায় শরীয়তপুরে ২ জন দণ্ডিত
Tweet
শরীয়তপুরে হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে আসায় সৌদি আরব ও ইতালিফেরত দুই ব্যক্তির জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত।
শরীয়তপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহাবুবর রহমান জানান, সোমবার সন্ধ্যায় সৌদি আরব থেকে ফেরা এক যুবককে (৩০) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও বলেন, গত ৬ মার্চ এই ব্যক্তি সৌদি আবর থেকে দেশে ফেরেন। সোমবার সন্ধ্যায় তিনি স্থানীয় কানার বাজারে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন গিয়ে তাকে বাড়ির সামনে দেখতে পায়।
“অপরদিকে, হোম কোয়ারেন্টিনে না থেকে প্রকাশ্যে চলাফেরা করায় ইতালিফেরত একজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।”
তিনি জানান, এই ব্যক্তি ১৪ মার্চ ইতালি থেকে দেশে ফিরেছেন। মঙ্গলবার বিকালে ওই ব্যক্তি সদর উপজেলা প্রেমতলা এলাকায় ঘোরাফেরা করছিলেন। প্রশাসন খবর পেয়ে তাকে জরিমানা করেছে।
এর আগে একই অভিযোগে মানিকগঞ্জে দুই ব্যক্তিকে জরিমানা করেছে প্রশাসন।