প্রায় চার কোটি মানুষকে বাঁচাতে পারে সামাজিক দূরত্ব

Share on Facebook

অনলাইন ডেস্ক ॥ সামাজিক দূরত্ব বজায় না রাখলে করোনাভাইরাসে আক্রান্ত
হয়ে গোটা বিশ্বে এ বছরে ২ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে
জানিয়েছেন গবেষকরা। লন্ডনের ইম্পিরিয়াল কলেজের এক গাণিতিক গবেষণা থেকে এই
তথ্য জানা যায়।

ওই গবেষণায় বলা হয়েছে, যদি দ্রুতই বিশ্বব্যাপী
সামাজিক দূরত্ব বজায় রাখার এই পদ্ধতি দীর্ঘ সময়ের জন্য প্রয়োগ করা যায় এবং
সবার সঙ্গে যোগাযোগ ৭৫ শতাংশ কমানো যায় তাহলে ৩ কোটি ৮৭ লাখ মানুষের জীবন
বাঁচতে পারে।

গবেষকদের মতে, যদি সামাজিক দুরত্ব বজায় না রাখা হয়
তাহলে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ কোটি মানুষ মারা যেতে পারেন। তবে
বিশ্বব্যাপী যদি সামাজিক যোগাযোগ ৪০ শতাংশ এবং বয়স্করা যদি তাদের
পারষ্পারিক যোগাযোগ ৬০ শতাংশ কমিয়ে দেন তাহলে এই হার অর্ধেকে নেমে আসবে।

গবেষকরা
বলছেন, কঠোর পদক্ষেপ নেওয়া হলে মৃতের সংখ্যা আরও কমে যেতে পারে। তারা সব
রাষ্ট্রকেই আগামী সপ্তাহ ও মাসগুলিতে সামাজিক দুরত্ব বজায় রাখার ক্ষেত্রে
কঠোর হওয়ার জন্য সামর্থ অনুযায়ী চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন।

গবেষকরা
তাদের গবেষণায় বেশ কয়েকটি পরিস্থিতি অন্তর্ভুক্ত করেছেন। তারা দেখিয়েছেন
করোনাভাইরাসে নতুন যারা আক্রান্ত হচ্ছেন তাদের ব্যাপারে বিশ্ব যদি কোনো
ব্যবস্থা না নেয় তাহলে কী অবস্থা হবে। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন
৭ লাখেরও বেশি মানুষ। এতে মারা গেছেন ৩৪ হাজারেরও বেশি।

গবেষণার এই মডেলটিতে সামাজিক দূরত্বের সঙ্গে দুটি পরিস্থিতিও অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি হচ্ছে শুধু মহামারী এবং আরেকটি হচ্ছে ভাইরাসের বিস্তার দমন করার নানা পর্যায়।

Leave a Reply