কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ফেসবুকের উপহার
Tweet
মোবাইলে মেসঞ্জোরের অনেক সুবিধা মিললেও ল্যাপটপ ডেক্সটপ ব্যবহারকারীরা মেসেঞ্জারের সুবিধা থেকে বঞ্চিত। করোনা ভাইরাসে তাদের কথা মাথায় রেখে ল্যাপটপ ও ডেক্সটপের জন্য মেসেঞ্জার অ্যাপ নিয়ে এলো ফেসবুক। এ অ্যাপের ফলে এখন থেকে বড় পর্দায় খুব সহজেই পরিবার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা যাবে। ডেস্কটপ মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন মাইক্রোসফট স্টোর এবং ম্যাক অ্যাপ স্টোর থেকে।
মেসেঞ্জারে যদি আগে থেকেই কারো সঙ্গে যুক্ত থাকেন তাহলে ল্যাপটপের
অ্যাপ্লিকেশনে আপনি স্বয়ংক্রিয়ভাবেই তার সঙ্গে সংযুক্ত হয়ে যাবেন। কোনও
ফোন নম্বর, ইমেইল বা কোনও নতুন পরিষেবাতে সাইন আপ করার দরকার নেই।
কম্পিউটারে অন্য কাজ করতেও এ অ্যাপ্লিকেশনে সংযুক্ত থাকা যাবে। যা
স্মার্টফোনে সম্ভব নয়।
মেসেঞ্জারের হিস্ট্রির কোনো ক্ষতি না করেই সহজেই এক ডিভাইস থেকে অন্য
ভিভাইসে যাওয়া যাবে। পাশাপাশি ম্যাসেঞ্জারের অন্যান্য সুবিধা যেমন ডার্ক
মোড এবং জিআইএফ পাওয়া যাবে এতে।