কেনাকাটায় এক এলাকা থেকে অন্য এলাকার শপিংমলে না যাওয়ার নির্দেশ
Tweet
এক এলাকা থেকে অন্য এলাকার শপিংমলে কেনাকাটায় নিষেধাজ্ঞা
করোনা পরিস্থিতিতে ঢাকা মহানগরীর শপিংমল ও মার্কেট খোলা এবং কেনাকাটার বিষয়ে ১৪টি নির্দেশনা দিয়েছে ডিএমপি।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে যারা কেনাকাটা করতে যাবেন তাদের বিষয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে যারা শপিংমলে বা মার্কেটে কেনাকাটা করতে যাবেন তারা নিজ নিজ এলাকার ২ কিলোমিটারের মধ্যে অবস্থিত শপিংমলে নির্ধারিত সময়ের মধ্যে কেনাকাটা করতে পারবেন। এ সময় প্রত্যেক ক্রেতাকে সঙ্গে পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে বলা হয়েছে। এছাড়াও এক এলাকার ক্রেতা অন্য এলাকার শপিংমলে বা মার্কেটে গিয়ে কেনাকাটা করতে পারবে না বলেও নির্দেশনা দেয়া হয়েছে।
করোনাকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকা সমূহে শপিংমল ও মার্কেট খোলা রাখার ব্যাপারে ডিএমপির নির্দেশনাগুলো হলো-
১. সরকার ঘোষিত নির্ধারিত সময় সকাল ১০.০০ টা থেকে বিকাল ০৪.০০ টা পর্যন্ত শপিংমল ও দোকান খোলা রাখা যাবে। তবে ফুটপাতে বা প্রকাশ্য স্থানে হকার/ফেরীওয়ালা/অস্থায়ী দোকানপাট বসতে দেয়া যাবেনা।