কোভিড-১৯: কাতার থেকে ফিরলেন ২৪৩ বাংলাদেশি
Tweet
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রায় সব ধরনের ফ্লাইট বন্ধ থাকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন জনশূন্য প্রায়। ছবি: মাহমুদ জামান অভি
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রায় সব ধরনের ফ্লাইট বন্ধ থাকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন জনশূন্য প্রায়। ছবি: মাহমুদ জামান অভি
করোনাভাইরাসের মহামারীর মধ্যে কাতারে আটকে পড়া প্রায় আড়াইশ বাংলাদেশি দেশে ফিরেছেন।
শনিবার রাত সোয়া ৩টায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ২৪৩ জন বাংলাদেশি ঢাকায় পৌঁছান বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ।
তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের ভাড়ায় বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হচ্ছে।
এরই মধ্যে ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ থেকে বিশেষ ফ্লাইটে কয়েক হাজার বাংলাদেশি ফিরে এসেছেন।