কোভিড-১৯: ফারইস্ট ইউনিভার্সিটির উপাচার্যের মৃত্যু
Tweet
ঢাকার ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য নাজমুল করিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার প্রথম প্রহরে তার মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান।
তিনি বলেন, উনার করোনাভাইরাস পজিটিভ ছিল, ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। আমাদের সাথে যোগাযোগ করায় দুই-তিন দিন আগে আমরা নিয়ে এসেছিলাম।
প্রথম থেকেই উনার অবস্থা খারাপ ছিল, আইসিইউতে ছিলেন। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু বাঁচানো যায়নি।
অধ্যাপক নাজমুল করিম চৌধুরী এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে শিক্ষকতা করেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।