পর্যটন শিল্পে নারী পেশাজীবীদের নিরাপত্তা

Share on Facebook

দিন বদলের পাশাপশি মানুষের চিন্তা-চেতনারও যথেষ্ট পরিবর্তন ঘটেছে। এক সময় মানুষ মনে করতো মেয়েদের ঘর সংসার সামলানোই একমাত্র কাজ। কিন্তু সেই চিন্তার মোর ঘুরিয়ে দিয়েছে বিশ্ব নারী সম্প্রদায়। নারীরা আজ সামরিক বাহিনী থেকে শুরু করে বিভিন্ন রকমের পেশায় তাদের শ্রেষ্ঠত্বের প্রমান দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে।

পর্যটন শিল্পেও তার ব্যতিক্রম ঘটেনি। বাংলাদেশসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশেই পর্যটন শিল্পে নারীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। এয়ারলইন্সস, পাঁচতারকা হোটেল, মোটেল, রির্সোট, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, ট্যুর গাইড, রেস্তোরাঁসহ ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রির বিভিন্ন সেক্টরে নারী পেশাজীবিরা যোগ্যতার সাথে কাজ করছে। দিনদিন এই খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাচ্ছে।

এখনো যাদের মনে সংশয় আছে যে, নারীদের ট্যুরিজম সেক্টরে কাজের সুযোগ কোথায়! তাদের জন্য কিছু কর্মক্ষেত্রের নাম উল্লেখ করা হলো যেসব জায়গায় তারা কাজ করতে পারে-টিকেটিং এ্যান্ড রিজাভেশনস, সেলস এ্যান্ড মার্কেটিং, এয়ার হোস্টেজ, কাস্টমারসার্ভিস, ফুড এ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড এ্যান্ড বিভারেজ প্রোডাক্টশন, সেফ, এয়ারপোর্ট সার্ভিস, গ্রাউন্ড অপারেশন, ফ্রন্ট অফিস, হিউম্যানরিসোর্স ডিপার্টম্যান্ট,ফাইনান্স ডিপার্টম্যান্ট,ভিসা কনসান্টট্যান্ট, ট্রাভেল কনসাল্টট্যান্ট, ট্রেইনার, শিক্ষিকা ইত্যাদি। এমনকি নারী নিজেই উদ্যোক্তাও হতে পারে।

কারও কারও হয়তো এখনো ধারনা যে, পর্যটন খাতে নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সংকট থাকতে পারে। আমি ট্যুরিজম নিয়ে কাজ করার সুবাদে কিছু মহিলা পর্যটন পেশাজীবীদের সাথে তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তাদের মতামত ছিল খুবই ইতিবাচক। তারা বাংলাদেশের পর্যটন শিল্পকে মহিলা পেশাজীবীদের জন্য যথেষ্ট নিরাপদ মনে করছেন। বাংলাদেশে হোটেল ও এয়ারলাইন্স সেক্টরে নারীরা যথেষ্ট ভালো করছেন। এই সেক্টরগুলোতে তাদের কর্ম পরিবেশ যথেষ্ট ভালো ও নিরাপত্তার বিষয়টিও সম্মানজনক।

বাংলাদেশে ট্যুরিজম শব্দটি নতুন মনে হওয়ায় অনেকেই এই শিল্পে কাজ করাটা অন্যভাবে দেখছেন। দুঃখের কথা হলো পর্যটন বিষয়ে স্নাতক করা নারী শিক্ষার্থীদের মধ্যেও এখনো অনেকেই কর্মক্ষেত্রে নিরাপত্তার কথা চিন্তা করে দূরে সরে যাচ্ছে। ফলত বাংলাদেশে পর্যটনে স্নাতক করা নারী শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও পর্যটন পেশাজীবির সংখ্যা খুব একটা বৃদ্ধি হয় নাই। কর্ম পরিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারনা না থাকায় তারা এই শিল্পে যোগ দিতে আগ্রহ পাচ্ছেন না।

বাংলাদেশ পর্যটন শিল্প দিনে দিনে বড় হচ্ছে। ফলে এই শিল্পে যথেষ্ট নারী পেশাজীবীদের চাহিদাও তৈরি হচ্ছে। আগামী দিন গুলোতে যে পরিমান দক্ষ নারী পেশাজীবী প্রয়োজন সেই পরিমান দক্ষ পেশাজীবী তৈরী করা সম্ভব হচ্ছে না। পর্যটন পেশা বিষয়ে অসচেতনতা ও অজ্ঞতা দূর করা জরুরী। এই পেশায় নারীদের সুযোগ-সুবিধা ও কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সঠিকভাবে তুলে ধরার মাধ্যমেই নারী পর্যটন পেশাজীবীদের সংকট নিরোসন করা সম্ভব হবে।

মোঃ সাইফুল্লার রাব্বী,
প্রভাষক, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ডিআইআইটি
প্রতষ্ঠিাতা চেয়ারম্যান, বাংলাদশে সোসাইটি ফর ট্যুরজিম ইনোভশেন

Leave a Reply