বাংলাদেশ ট্যুরিজম ইন্ডাস্ট্রিজ অফিসার্স এসোসিয়েশন (বিটিআইওএ)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত
Tweet
দেশের হোটেল-মোটেল, পার্ক, পিকনিক স্পট, ও রিসোর্টগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ট্যুরিজম ইন্ডাস্ট্রিজ অফিসার্স এসোসিয়েশন (বিটিআইওএ)-এর নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০২০-২০২৩) গঠিত হয়েছে। ম্যাজিক প্যারাডাইস পার্ক –এর চীফ অপারেটিং অফিসার (সিওও) আলিমুল ইসলাম সোহাগকে প্রেসিডেন্ট এবং আনন্দপার্ক এন্ড রিসোর্ট-এর নির্বাহী পরিচালক মির্জা আমিনকে সেক্রেটারী জেনারেল করে এ কমিটি গঠিত হয়।
এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, মো. মোশারফ হোসেন (জেনারেল ম্যানেজার, তেপান্তর হোটেল এন্ড রিসোর্ট), মো. আসাদুজ্জামান আনিছ (অপারেশন ম্যানেজার, গ্রীনটেক রিসোর্ট), ভবতোষ বুদ্ধ পিয়াস (হেড অব একাউন্টস, কিন্ডার লিমিটেড ঢাকা), মিনহাজ করিম চৌধুরী ইয়াহিয়া (হেড অব এফ এন্ড বি, নন্দন পার্ক লিমিটেড), মাহফুজুর রহমান (জেনারেল ম্যানেজার, ইনানী পার্ল রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, মো. মনির হোসেন ((ম্যানেজার, অরণ্য ইকো রিসোর্ট), মো. আফজাল হোসেন (এসিস্ট্যান্ট ম্যানেজার, সারাহ রিসোর্ট), মেহেদী হাসান বাপ্পী (এসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যাজিক প্যারাডাইস পার্ক)। সাংগঠিনিক সম্পাদক হয়েছেন মো. রাকিবুজ্জামান ইলিয়াস (এসিস্ট্যান্ট ম্যানেজার, ড্রিম স্কয়ার রিসোর্ট) ও ইয়ানুর ইসলাম (এসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যাজিক প্যারাডাইস পার্ক। অর্থ সম্পাদক মো. গোলাম মর্তুজা মিলন (ম্যানেজার, ড্রিম স্কয়ার রিসোর্ট)। প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরাফাত হোসেন রুবেল ( এসিস্ট্যান্ট ম্যানেজার, ড্রিম স্কয়ার রিসোর্ট)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন, দ্বীন ইসলাম সুমন (আইটি ম্যানেজার, ড্রিম স্কয়ার রিসোর্ট), মির্জা সিয়াম মুন্না (এসিস্ট্যান্ট ম্যানেজার, রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট), মাজহারুল ইসলাম আরাফাত(এসিস্ট্যান্ট ম্যানেজার, সোনারগাঁও রয়েল রিসোর্ট), মো. নাহিদুল ইসলাম (ম্যানেজার, যমুনা ন্যাচারাল পার্ক)। ফোরামের উপদেষ্টা হিসেবে রয়েছেন, কাজী রহিম শাহরিয়ার (প্রেসিডেন্ট, বাংলাদেশ ট্যুরিজম এন্ড এভিয়েশন মিডিয়া ফোরাম), কামরুজ্জামান পলাশ (সিইও, সুইফট সল্যুশন ইভেন্ট এন্ড ট্যুরস) ও মো. মনিরুজ্জামান, (ব্যবস্থাপনা পরিচালক, মুন এয়ার ইন্টারন্যাশনাল)। উল্লেখ্য, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, দর্শনীয় স্থান ও পর্যটন আকর্ষণ সমূহ দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরা এবং তাদেরকে উন্নত সেবা প্রদানের মাধ্যমে ট্যুরিজম শিল্পের বিকাশ সাধন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করা এই এসোসিয়েশনের উদ্দেশ্য। দেশের হোটেল-মোটেল, পার্ক, পিকনিক স্পট, ও রিসোর্টগুলোতে কর্মরত কর্মকর্তাদের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে তাদের বিরাজমান সমস্যা সমাধান এবং বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে বাংলাদেশ ট্যুরিজম ইন্ডাস্ট্রিজ অফিসার্স এসোসিয়েশন (বিটিআইওএ)।
One thought on “বাংলাদেশ ট্যুরিজম ইন্ডাস্ট্রিজ অফিসার্স এসোসিয়েশন (বিটিআইওএ)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত”
Leave a Reply
You must be logged in to post a comment.
excellent issues altogether, you just gained a emblem new reader.
What would you suggest about your put up that you simply made
a few days in the past? Any certain? http://www.ccgrenzland.de/