ভারতে ফিরে গেলেন আরও ১২৯ জন
Tweet
করোনাভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাগরিকদের মধ্যে আরও ১২৯ জন তাদের দেশে ফিরে গেছেন।
ভারত সরকার তাদের নাগরিকদের ফেরাতে যে সাতটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে, এটি ছিল তার দ্বিতীয় ফ্লাইট।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান, শনিবার বেলা সোয়া ১টায় এয়ারইন্ডিয়ার ওই বিশেষ ফ্লাইট দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।
এর আগে শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার প্রথম বিশেষ ফ্লাইটে ১৬৮ জন মেডিকেল শিক্ষার্থী কাশ্মিরের রাজধানী শ্রীনগর ফিরেছেন।
বিদেশে আটকা পড়া নাগরিকদের দেশে ফেরাতে ‘বন্দে ভারত মিশন’ নামের প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসাবে তাদের ফেরানোর কথা জানিয়েছে ঢাকায় ভারতের হাই কমিশন।
এয়ার ইন্ডিয়ার আরও পাঁচটি ফ্লাইট ভারতীয় নাগরিকদের শ্রীনগর (১২ ও ১৩ মে), দিল্লি (১১ মে), মুম্বাই (১০ মে) এবং চেন্নাই (১৪ মে) নিয়ে যাবে।
এছাড়াও শনিবার ভারত থেকে আরও ১৬৪ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন বলে তৌহিদ উল আহসান জানিয়েছেন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ।
তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের ভাড়ায় বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হচ্ছে।