মায়ের অ্যাপার্টমেন্টে ১০ বছরের পুরোনো মৃতদেহ
Tweet
নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে মারা যাওয়া এক নারীর অ্যাপার্টম্যান্ট থেকে প্রায় ১০ বছরের পুরোনো মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হ্যামিলটন হাইটসের অ্যাপার্টমেন্টে বাস করা ওই নারী কিছুদিন আগে মারা গেছেন।
ওই নারীর ছেলে অন্য রাজ্যে থাকেন। মায়ের মৃত্যুর পর তিনি ম্যানহাটন এসে মায়ের অ্যাপার্টমেন্ট খালি করার কাজ করছিলেন। এ সময় বাসার ভেতর ডাকটেপ দিয়ে শক্ত করে বাঁধা একটা ফ্রিজার খুলে ভেতরে প্লাস্টিকে মোড়া একটি মৃতদেহ দেখতে পান। হতবাক হয়ে তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
২ মে ডেইলি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পুলিশের ধারণা, ফ্রিজারবন্দী মৃতদেহটি অন্তত ১০ বছরের পুরোনো। অনেক বছর হওয়ায় মৃতদেহটি পুরুষ না নারীর, তাও নির্ধারণ করা যাচ্ছে না। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিউইয়র্ক পুলিশ এ নিয়ে তদন্ত করছে।
অ্যাপার্টমেন্ট ভবনের তত্ত্বাবধায়ক আসমির বাসিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্প্রতি মৃত্যু হওয়া অ্যাপার্টমেন্টের বাসিন্দা ওই নারী দীর্ঘদিন থেকে এখানে বাস করতেন। তিনি সজ্জন ও মিশুক প্রকৃতির ছিলেন। তবে কখনো তাঁর অ্যাপার্টমেন্টের ভেতরে কিছু মেরামতের জন্যও কাউকে প্রবেশ করতে দিতেন না।