করোনায় যাত্রী কম বলে বন্ধ হতে চলেছে দুই ট্রেনের সেবা
Tweet
করোনা মহামারীর মধ্যে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর স্বাস্থ্য বিধি মেনে গত ৩১ চট্টগ্রাম থেকে ঢাকার পথে ছাড়ে সুবর্ণ এক্সপ্রেস।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা ও চট্টগ্রামের অর্ধশতাধিক এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করার পর যাত্রী কমতে থাকায় দুটি ট্রেনের চলাচল সামায়িকভাবে বন্ধ হচ্ছে।
শনিবার থেকে ঢাকা-চট্টগ্রাম পথের আন্তঃনগর সোনার বাংলা এবং রোববার থেকে ঢাকা-নোয়াখালী পথের উপকূল এক্সপ্রেসের চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। পূর্ব রেলের মহাব্যবস্থাপকের কার্যালয়ের এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রী কমে যাওয়ায় এ দুটি ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।’
করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় দেশে সাধারণ ছুটির পর সরকার ৩১ মে থেকে বেশিরভাগ বিধিনিষেধ তুলে নিলে সীমিত পরিসরে ট্রেন চলা শুরু করে। শারীরিক দূরত্ব নিশ্চিতে আসন সংখ্যার যাত্রী নিয়ে চলছে ট্রেন।