‘মনোসেবা’ এখন গুগল প্লে স্টোরেও
Tweet
সারা বিশ্বে মহামারী করোনাকালে যখন বিপর্যস্ত মানুষের মানসিক স্বাস্থ্য সেবা, ঠিক তখন ঘরে বসে মানসিক স্বাস্থ্য সেবা আরও সুন্দর পদ্ধতি পেতে ‘মনোসেবা’নামে একটি প্রতিষ্ঠান গুগল প্লে স্টোরের সাথে সংযুক্ত হয়েছে।
এরফলে এখন থেকে ঘরে বসেই এই সেবা আরও সহজে নেয়া যাবে বলে জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধার জেসমিন নীরা। মনোসেবা, দেশে অনলাইনভিত্তিক মানসিক স্বাস্থ্য সেবাদানকারী অলাভজনক বেসরকারী প্রতিষ্ঠান। মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মরত এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রায় দশ হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়েছে। ‘মনোসেবা’র রয়েছে দেশের সর্ববৃহৎ মানসিক স্বাস্থ্য সম্পর্কিত অনলাইন ডেটাবেইস।
সম্প্রতি সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটিডি) আয়োজিত কল ফর নেশন হ্যাকাথনে ‘অ্যাক্ট কোভিড-১৯’ প্রতিযোগিতায় এক হাজার ৮শত ৩৬টি প্র্র্রতিষ্ঠানের মধ্যে সংকট মোকাবেলায় উদ্ভাবনী বা সৃষ্টিশীলতার বিচারে তৃতীয় শীর্ষস্থানে উঠে আসে ‘মনোসেবা’।
‘মনোসেবা’র প্রতিষ্ঠাতা জেসমিন নীরা এ বিষয়ে বলেন, জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণই ছিল সবচেয়ে বড় বিষয়। তবে পুরস্কার বা স্বীকৃতি কাজের গতিকে আরো বৃদ্ধি করবে। ‘মনোসেবা’র সফলার স্বীকৃতির জন্য তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং নিজের টিম মেম্বারসহ সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নীরা।
‘মনোসেবা’র সেবা পেতে প্রতিষ্ঠানের ফেসবুক পেইজ বা অফিসিয়াল ওয়েবসাইট (monosheba.com) ভিজিট করার এবং ‘মনোসেবা’র মোবাইল অ্যাপ ব্যবহারের আহ্বান জানান তিনি।