যাত্রী সংকটে বিমানের সব ফ্লাইট বাতিল
Tweet
যাত্রী সংকটের কারণে আজও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটের সবকটি বাতিল করা হয়েছে। প্রায় দুই মাস পর পহেলা জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হলেও সবচেয়ে বেশি যাত্রী সংকটে পড়ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
যাত্রী সংকটে ফ্লাইট শুরুর প্রথম দিন ১লা জুন ৬টি ফ্লাইটের মধ্যে ৪টি বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল মঙ্গলবার (২রা জুন) বাতিল করতে হয় সবকটি ফ্লাইট।সংকট না কাটায় ৩রা ও ৪ঠা জুনের ফ্লাইটগুলোও বাতিল করা হয়েছে।
সাধারণ ছুটি শেষে সোমবার থেকে সীমিত পরিসরে ঢাকা থেকে দেশের অভ্যন্তীণ ৩টি রুটে বিমান চলাচলের অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর এই ৩টি রুটে দুইটি করে ৬টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। যদিও বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইন্সকে বিমানের মতো সংকটে পড়তে হচ্ছে না। এই দুটি এয়ারলাইন্স সীমিত যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করছে।