আবার জমতে শুরু করেছে কক্স বাজার সমুদ্র সৈকত
Tweet
মার্চে চীনে করোনা মহামারীর পর দীর্ঘদিন হাতে গোনা কয়েকজন কক্স বাজার ভ্রমনে গেছেন। সবাই ভ্রমণ তো দূরে থাক অফিস, আদালত নিত্য প্রয়োজনীয় যিনিষ কিনতে ঘর থেকে বের হতে পারেনি। দীর্ঘ এই তিন মাসের বিরতির পর কক্স বাজার সমুদ্র সৈকতে ফিরে আসতে শুরু করেছে সেই চিরচেনা রূপ।
সৈকতে বিচরণে এখন আর পুলিশি বাধা নাই। সাধারণ মানুষ দলে দলে ছুটে আসতে শুরু করেছে আপন সৈকতের ভূবনে । তবে বিশেষজ্ঞদের কেউ কেউ এখনই ভ্রমণের খুলে দেওয়াকে ভাল চোখে দেখছেন না। তারা বলছেন এই সময় কক্স বাজার সমুদ্র সৈকত খুলে দিলে করোনার বিরুপ প্রভাব পড়বে এই অঞ্চলে।
তবে এসব কথা আর মানতে চাইছেন না সাধারণ ভ্রমন প্রিয় মানুষ। এরইমধ্যে প্রতিদিনই বাড়তে শুরু করেছে বিশ্বের বৃহত এই সমুদ্রসৈকতে ঘুড়তে আসা লোকের সংখ্যা । এদিকে, দর্শনার্থীরা যাতে সামাজিক দূরুত্ব বজায় রাখে সে বিষরয় খেয়াল রাখার কথা বলেছেন অনেক সচেতন ভ্রমণপিপাসু।
ভ্রমণ সংশ্লিষ্ট মহলের অনেকেই বলছেন, করোনার ধকল সামলে সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হলে ধীরে ধীরে সমুদ্র সৈকতের এই পরিবেশে সাবধানে একটু ঘুরতে আসা যায়। তাহলে কি হবে এসব ভ্রমনকারীরা মানসিকভাবে একটু চংগা থাকতে পারবে।