গ্রেফতার সাহেদ র্যাব হেডকোয়ার্টারে
Tweet
আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে সাতক্ষীরার দেবহাটা থানার সাকড়া বাজার এলাকার নবপতি ৩৩ বিজিবির পাশের সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে।
পরে হেলিকপ্টারে করে ঢাকায় আনার পর তাকে উত্তরার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেডকোয়ার্টারে নেয়া হয়েছে।
বুধবার ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ।
সাতক্ষীরার দেবহাটা থানার শাঁখরা কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদী তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেয়া হয়।
সকাল নয়টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে র্যাব হেডকোয়ার্টারে।
র্যাব জানিয়েছে, কিছু আনুষ্ঠানিকতা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাহেদকে আদালতে সোপর্দ করা হবে।