তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল ব্যাহত
Tweet
তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ১৬টি ফেরির মধ্যে ৬টি ফেরি দিয়ে দিনে যানবাহন পারাপার করলেও, রাতে ফেরি চলাচল বন্ধ থাকছে। কাঁঠালবাড়ি ঘাটে পারাপারের অপেক্ষায় প্রায় ৪ শতাধিক ছোট-বড় যানবাহন।
পদ্মার তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ফেরিগুলি চলতে না পারায় এ নৌ-রুটে ১৬টি ফেরির মধ্যে ২টি রোরো ফেরি, ২টি কেটাইপ ফেরি ও ২টি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ। ঝুঁকি বেশি থাকায় রাতের বেলা ফেরি চলাচল বন্ধ রাখছে কর্তৃপক্ষ। পদ্মায় অস্বাভাবিক পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে ঘাটের পন্টুনগুলো। এদিকে কাঁঠালবাড়ি ঘাটে পণ্যবাহী চার শতাধিক ছোট যানবাহন ও ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।
কাঁঠালবাড়ি ঘাট ব্যবস্থাপক আব্দুল আলিম জানান, তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মার স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে পুরোনো ডাম্প ফেরিগুলো চলতে না পারায় বন্ধ রয়েছে ১০টি ফেরি। ১৬টি ফেরির মধ্যে ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।