রাজধানীর কারওয়ান বাজারে ডিইউজ ও বিএফইউজের বিক্ষোভ-সমাবেশে
Tweet
কাওরান বাজারে এটিএন বাংলা ও দৈনিক প্রথম আলোর সামনে আজ অনুষ্ঠিত হলো গণমাধ্যমকর্মীদের বেতন পরিশোধ, ছাটাই বন্ধসহ নানা দবিতে ডিইউজের বিক্ষোভ-সমাবেশ। সমাবেশে বক্তারা অবিলম্বে বেতন বোনাস পরিশোধের দাবি জানান।সেই সাথে ছাটাই বন্ধ ও ছাটাইকৃতদের যথাযথ প্রাপ্য বুঝিয়ে দেওয়ারও দাবি জানান।
সমাবেশ থেকে বাংলাদেশের খবরের ছাটাইকৃতদের উদ্যোগে আয়োজিত আগামী ২১শে জুলাই’র রাজধানীর চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তর, সার্কিট হাউজে ডিএফপি ঘেরাও কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার আহবান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া , সাবেক মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, সাবেক সাধারন সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও সমাবেশে যোগ দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন ইউনিট এবং গণমাধ্যমের সদস্যবৃন্দ।