সুখবর সৌদিআরব প্রবাসীদের জন্য
Tweet
করোণা সংকটের কারণে সৌদি আরবের অভ্যন্তরে এবং বাহিরে প্রবাসীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে সৌদি বাদশা কিং সালমান বিন আব্দুলাজিজ। নতুন যে ঘোষণা গুলো আসছে সেগুলো নিম্নে উল্লেখ করা হলোঃ
১- সৌদি আরবের অভ্যন্তরে বিদেশি নাগরিকগণ দ্বিতীয়বারের মতো আরো তিন মাসের আকামা নবায়ন সুযোগ পাবে কোন প্রকার ফি ছাড়া ।
২- যে সকল ব্যক্তি ফাইনাল এক্সিট লাগিয়ে এখনো সৌদিআরব ট্যাগ করতে পারেননি আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় তাদেরকে আরো তিন মাস বৈধভাবে থাকার সুযোগ দিয়েছে।
৩- ছুটিতে থাকা বিদেশি নাগরিকদের আকামা এক্সপায়ার হয়েছে অথবা হবে সে সকল ব্যক্তিদের আরও তিন মেয়াদ বৃদ্ধি করে দেয়া হবে কোন প্রকার সরকারি ফি ছাড়া।
৪- সৌদি আরবের বাইরে থাকা যেসকল বিদেশি নাগরিকদের ছুটি এক্সপায়ার হয়ে গিয়েছে অথবা যাদের এক্সপায়ার হবে তাদেরকে আরো তিন মাসের বাড়তি ছুটি দেয়া হবে এ ক্ষেত্রে কোনো জরিমানা আসবে না।
৫- ইন্টারন্যাশনাল রুটে ফ্লাইট বন্ধ থাকায় যারা এখনো সৌদি আরব ত্যাগ করতে পারেনি তাদের ছুটি পুনরায় তামদিদ করতে পারবে এক্ষেত্রে কোনো জরিমানা আসবে না।
৬- ভিজিট ভিসায় আটকে পড়া বিদেশি নাগরিকগণ আরো তিন মাস বৈধ ভাবে থাকার সুযোগ পাবে এক্ষেত্রে কোন সরকারি ফি প্রয়োজন হবে না। সূত্রঃ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।