স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবুর দাফন সম্পন্ন
Tweet
লক্ষ্মীপুরের রামগতিতে আজ বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুকে দাফন করা হয়েছে।
এর আগে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যু হয়। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল জানান।
আবদুল কাদের ভুঁইয়া জুয়েল জানান, প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় সোমবার দুপুরে বাবুকে প্রথমে ধানমণ্ডির আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাত দেড়টায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
পরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানও গণমাধ্যমকে শফিউল বারী বাবুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
৫১ বছর বয়সী শফিউল বারী বাবু স্ত্রী, ছোট এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বাবু জাতীয়বাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন।
স্বেচ্ছাসেবক দল তার সংগঠনের সভাপতির মৃত্যুতে সারাদেশের জেলা, মহানগর, থানা, উপজেলা ও পৌরসভায় মঙ্গলবার খতমে কোরআন ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।