করোনায় শনাক্ত রোগী আড়াই লাখ ছুঁইছুঁই

Share on Facebook

 

করোনা মহামারীর মধ্যে কোরবানির ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ। ছুটি শেষে কর্মক্ষেত্রে যোগ দিতে বুধবার কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা মানুষেরা।
করোনাভাইরাস মহামারীর মধ্যে কোরবানির ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ। ছুটি শেষে কর্মক্ষেত্রে যোগ দিতে বুধবার কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা মানুষেরা।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার পাঁচ মাসের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে প্রায় আড়াই লাখে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯৭৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনে।

এ ভাইরাসে আক্রান্ত আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৩০৬ জনে দাঁড়িয়েছে।

আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জনে।

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতদিন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বুলেটিনে বিভিন্ন তথ্য দিয়ে এলেও এদিন তার জায়গায় ছিলেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক ডা. বায়েজিদ খুরশিদ রিয়াজ।

Leave a Reply