গেল মাসে রপ্তানি আয় ৩৯২ কোটি ডলার
Tweet
করোনাভাইরাস পরিস্থিতির কারণে যখন বিশ্বজুড়েই ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা চলছে, সে সময়েও আয়ের চাকা সচল রয়েছে দেশের রপ্তানি খাত। চলতি বছরের জুলাই মাসে রপ্তানি আয় হয়েছে ৩৯১ কোটি ৯২ হাজার ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ দশমিক ৩৯ শতাংশ বেশি। গত বছরে জুলাইয়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ০.৫৯ শতাংশ।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় রপ্তানি আয়ের সর্বশেষ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন বলেছেন, ‘রপ্তানি বাণিজ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। বিশ্বব্যাপী আর্থিক মন্দার মধ্যেও রপ্তানি আয়ের চাকা সচল আছে। সব খাতেই বৈশ্বিক প্রবৃদ্ধি যখন কমছে, তখন আমাদের রপ্তানি খাত প্রবৃদ্ধির ধারায় আছে। এটা অনেক বড় কিছু। সরকারের নানা পদক্ষেপের কারণেই এটা সম্ভব হয়েছে। আগামীতেও প্রবৃদ্ধির ধারা বজায় থাকবে বলে আশাবাদী আমরা।’
প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরে পণ্য খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ১০০ কোটি ডলার। জুলাই মাসে আয়ের লক্ষ্য ধরা হয়েছিল ৩৪৪ কোটি ৯০ লাখ ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৩৯১ কোটি ৯২ হাজার ডলার। গত ২০১৯-২০ অর্থবছরের জুলাইতে রপ্তানি আয় ছিল ৩৮৮ কোটি ৭৮ লাখ ডলার।