ফিশারিঘাটে ইলিশ আর ইলিশ
Tweet
চট্টগ্রামের ফিশারিঘাটে প্রচুর ইলিশের সমাগম হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সতর্কতা সঙ্কেত থাকায় ফিরে আসতে হয়েছে জেলেদের। অধিকাংশ জেলে মাছবোঝাই ট্রলার নিয়ে ফিরেছেন। ফলে বুধবার চট্টগ্রামের ফিশারিঘাট ছিল ইলিশে পরিপূর্ণ।
ফিশারিঘাটে ট্রলার থেকে ইলিশ নামাচ্ছেন শ্রমিকরা। এ যাত্রায় জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। তবে সমুদ্রে সতর্কতা সঙ্কেত থাকায় নির্ধারিত সময়ের আগেই ট্রলার নিয়ে ফিরেছেন জেলেরা।
লার থেকে নামিয়ে ইলিশ পিকআপ ভ্যানে করে নেয়া হচ্ছে আড়ৎে, সেখান থেকে মাছগুলো কিনবেন পাইকাররা।
এবারে আসা মাছগুলো অন্যান্য সময়ের চেয়ে আকারে বেশ বড়। জেলেরা জানান ২ কেজির উপরের আকারের মাছ এবারে ধরা পড়েছে প্রচুর পরিমাণে।
চট্টগ্রামের ফিশারিঘাটে বুধবার আকার অনুযায়ী ইলিশ বিক্রি হয়েছে প্রতি মন ১০ থেকে ২০ হাজার টাকায়।
ফিশারিঘাট ঘুরে দেখা গেছে দুই কেজি ওজনের ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে ২০ হাজার টাকায়, এক কেজির ইলিশ প্রতি মণ ১৬-১৭ হাজার, ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ প্রতি মণ ১৩-১৪ হাজার, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ১২ হাজার টাকায় এবং ছোট ইলিশ প্রতি মণ বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়। প্রচুর মাছের সমাগম হওয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলে ও মাছ ব্যবসায়ীরা।