বিশ্বে একদিনে করোনায় ৪ হাজার ৩শ’ ২৭ জনের মৃত্যু
Tweet
বিশ্বে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ৩শ ২৭ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ২ লাখ ১২ হাজার ৪শ ১৪ জন।
ভারতে একদিনে ৮শ ৫৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। এনিয়ে দেশটিতে মোট মৃত্যু সাড়ে ৫৮ হাজার ছাড়িয়েছে। আর মোট শনাক্ত ৩১ লাখ ৬৪ হাজারের বেশি।
ব্রাজিলে একদিনে মৃত্যু হয়েছে ৬শ ৭৯ জনের। একদিনে ২১ হাজারের বেশি মানুষ শনাক্ত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ১৫ হাজারের বেশি। আর এখন পর্যন্ত ৩৬ লাখ ২৭ হাজারের বেশি মানুষ শনাক্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ৫শ ৯ জনের প্রাণ গেছে। নতুন শনাক্ত হয়েছে ৪১ হাজার ৪শ ৩২ জন। মোট মৃত্যু ১ লাখ ৮১ হাজারের বেশি, আর মোট শনাক্ত ৫৯ লাখ ১৫ হাজারের বেশি।