বিশ্বে কোভিড ১৯ থেকে সুস্থ এক কোটি ৭২ লাখের বেশি
Tweet
বিশ্বে করোনায় সুস্থ হয়েছেন এক কোটি ৭২ লাখের বেশি। তবে কোভিড নাইন্টিনে এরইমধ্যে প্রাণ হারিয়েছে ৮ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। শনাক্ত হয়েছে দুই কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত বিশ্বে করোনা মহামারী শনাক্ত দুই কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে।
এরমধ্যে যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে ৬০ লাখ ৯৫ হাজারের বেশি। দেশটিতে প্রাণ হারিয়েছে এক লাখ ৮৫ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে করোনাভাইরাসে মৃত্যু দুই লাখ ছাড়িয়ে যেতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।
এদিকে ব্রাজিলে করোনা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ১৯ হাজার ছাড়িয়েছে এবং মোট শনাক্তের সংখ্যা ৩৮ লাখের বেশি।
করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ভারতে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ৭৭ হাজারের বেশি। দেশটিতে মোট শনাক্ত হয়েছ ৩৪ লাখের বেশি। ভারতে মোট মৃত্যু ৬২ হাজারের বেশি।
সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় ইউরোপের দেশগুলোতে আবারোও কঠোর হচ্ছে বিধি নিষেধ।