মালয়েশিয়া থেকে রাতেই দেশে আসছেন রায়হান কবির

Share on Facebook

মহামারীর মধ্যে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে গণমাধ্যমে কথা বলায় সেখানে গ্রেফতার রায়হান কবিরকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। শুক্রবার রাতেই তাকে কুয়ালা লামপুর বিমানবন্দর (কেএলআইএ) থেকে ঢাকার ফ্লাইটে ফেরত পাঠানোর কথা মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ জানিয়েছেন বলে মালয়েশিয়াভিত্তিক নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এক বিবৃতিতে দাউদ বলেছেন, ডিপোর্টেশন টিম রাত ৯টায় মো. রায়হানকে কেএলআইএ- এ নিয়ে আসবে। মালয়েশিয়ায় গ্রেপ্তার রায়হান কবিরমালয়েশিয়ায় গ্রেপ্তার রায়হান কবিরকরোনাভাইরাস মহামারীর মধ্যে অভিবাসী শ্রমিকদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণের সমালোচনা করে আল-জাজিরার তথ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকার প্রকাশের পর গত ২৪ জুলাই রায়হানকে গ্রেপ্তার করা হয়।
গত ৩ জুলাই আল জাজিরা টেলিভিশনে সম্প্রচারিত ওই প্রামাণ্য প্রতিবেদনে মহামারীর মধ্যে অবৈধ অভিবাসী শ্রমিকদের চিকিৎসা সেবা দেওয়ার বিষয়ে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন রায়হান কবির।

আল জাজিরাকে তিনি বলেন, মহামারীর মধ্যে অবৈধ শ্রমিকদের আটক ও জেলে পাঠানোর মাধ্যমে মালয়েশিয়া সরকার বৈষম্যমূলক আচরণ করছে। এটা কোনো মানবিক আচরণ হতে পারে না। তবে দেশটির সরকারের কর্মকর্তারা আল জাজিরার ওই খবর ‘ভুল, বিভ্রান্তিকর এবং অন্যায্য’ বলে দাবি করেন। ওই প্রতিবেদন সম্প্রচারের পর দেশটিতে ক্ষোভের সঞ্চার হলে রায়হানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অভিবাসীদের চিকিৎসা নিয়ে সমালোচনা, মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার।
এ ঘটনায় পুলিশ আল জাজিরার সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে তলব করার পর মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ তুলেছে, দেশটির সরকার গণমাধ্যমের প্রতি দমনমূলক আচরণ করছে। রায়হানকে নিঃশর্ত মুক্তি দিতে মানবাধিকার সংগঠনগুলোর দাবির মধ্যে সম্প্রতি তাকে ফেরত আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান ২৫ বছর বয়সী এই অভিবাসীর পরিবার।
নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইমিগ্রেশন বিভাগ কোনো অভিযোগ ছাড়াই রায়হান কবিরকে দেশে ফেরত পাঠাবে বলে গত ১৯ অগাস্ট প্রকাশিত খবরে বলা হয়। রায়হানের আইনজীবী কে সুমিথা শানথিন্নি ও সি সেলভারাজা এক বিবৃতিতে বলেছিলেন, কোভিড-১৯ পরীক্ষার ফল পাওয়ার পরপরই রায়হানকে দেশে ফেরত পাঠানো হবে। প্রত্যাবাসনের এই প্রক্রিয়ায় বাংলাদেশে বিমানের টিকেট থাকবে বলে জানিয়েছিলেন সুমিথা।

Leave a Reply