মেক্সিকোয় না ফেরার দেশে পঞ্চাচ হাজার মানুষ
Tweet
করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে উত্তর আমেরিকার মেক্সিকোয়। গড়ে সংক্রমণের হার কম হলেও যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই মৃতের তালিকায় দেশটি। যার সংখ্যা পঞ্চাচ হাজার ছাড়িয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৫৯০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৬২ হাজার ৬৯০ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৮১৯ জনের। এ নিয়ে উত্তর আমেরিকার দেশটিতে মৃতের সংখ্যা ৫০ হাজার ৫১৭ জনে ঠেকেছে।
দেশটিতে মৃতের হার ১৪ শতাংশ। যা সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোর তুলনায় অনেক বেশি। অপরদিকে, বেঁচে ফেরার হার ৮৬ শতাংশ। যার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৮৪৮ জন।
দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় চলতি বছরের ১৮ মার্চ। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। ফলে সাড়ে তিন মাসে দেশটিতে মৃতের সংখ্যা অর্ধলক্ষ ছাড়াল।
বিশ্বে আক্রান্তের তালিকায় মেক্সিকো এখন ৬ নম্বরে। আর প্রাণহানির দিক থেকে তিনে। তবে, উত্তর আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে আমেরিকা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে দেশটিতে।
বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম দুটি দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ প্রায় ৬৩ হাজার। আর ব্রাজিলে ৯৯ হাজার ছুঁই ছুঁই।
বিশ্বে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৪০৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ২ লাখ ৮১ হাজার ২ জন মানুষ। একই সময়ে প্রাণ গেছে আরও ৬ হাজার ৪৬৪ জনের। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৭ লাখ ১৭ হাজার ৭১৭ জনে ঠেকেছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১ কোটি ২৩ লাখ ৬৩ হাজারের বেশি ভুক্তভোগী।
One thought on “মেক্সিকোয় না ফেরার দেশে পঞ্চাচ হাজার মানুষ”
Leave a Reply
You must be logged in to post a comment.
যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা প্রকাশ করল ১১ সংস্থার বিরুদ্ধে